কলকাতা : বহু বছরের প্রতীক্ষা। বহু কৌতুহল। বহু চর্চা। বহু কিংবদন্তী। কিছু বাস্তব, কিছু কল্পনার মিশেলে আজও রহস্য পুরীর রত্নভাণ্ডার। পুরীর জগন্নাথ দেবের শ্রীমন্দিরের রত্নভাণ্ডা দররে কী কী আছে , তা নিয়ে নানা মানুষের নানা বক্তব্য। নীলাচলের আনাচে কানাচে কান পাতলেই শোনা যায় এই সব নিয়ে চর্চা। সেই সব জল্পনার অবসান হবে , যদি সে-মন্দিরের দরজা খুলে যায়। অবশেষে তার দিন স্থির হল।  আগামী রবিবার, ১৪ জুলাই জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার খোলা হবে। মঙ্গলবার এই নিয়ে সিদ্ধান্ত হয়েছে।  জানান বিশেষ কমিটির প্রধান বিশ্বনাথ রথ। ওড়িশায় বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ওড়িশা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বনাথ রথের নেতৃত্বে একটি নতুন প্যানেল গঠন করা হয়। কমিটিতে রয়েছেন ১৬ জন।  তাঁরাই এই সিদ্ধান্ত নিয়েছে। 


এদিন এক বৈঠকের শেষে প্রাক্তন বিচারপতি রথ জানান,  রত্নভাণ্ডার খোলা হবে । জগন্নাথ দেব শ্রী মন্দিরে ফেরার আগেই। সব ঠিকঠাক থাকলে আগামী রবিবার , ১৪ জুলাই খোলা হবে বহু চর্চিতে  রত্নভাণ্ডার। কিন্তু সে ভাণ্ডারের চাবি কোথায়? ABP Ananda - কে দেওয়া সাক্ষাৎকারে বিশ্বনাথ রথ আগেই জানিয়েছিলেন, যদি চাবি পাওয়া যায় ভালো। সা-চাবি পাওয়া গেলে , তা দিয়ে যদি তালাই না খোলে ? তাহলেও খোলা হবে দরজা।  সেক্ষেত্রে প্রয়োজনে ভাঙা হবে সেই তালা। 


মঙ্গলবারই বলভদ্রের মূর্তি পিছলে পড়ে যাওয়ায় ঝড় বয়ে যায় পুরীতে। মাসির বাড়ি পৌঁছে রথ থেকে নামানোর সময় পিছলে যায় বলভদ্রের মূর্তি। এতে জখম হন পাশাপাশি থাকা ৯ জন সেবাইত। তাঁরা ভর্তি আছেন হাসপাতালে। 
অন্যদিকে সামনের মঙ্গলবার উল্টোরথ।  ১৬ জুলাই গুন্ডিচা মন্দির থেকে শ্রীমন্দিরে ফিরবেন তিন ভাই-বোন। এরপর দিনই পালিত হয় জগন্নাথ দেবের  'সুনাবেশ'। এদিন শ্রীমন্দিরের সামনে নয়নাভিরাম সাজে সেজে সকলকে দেখা দেন জগন্নাথ দেব। তবে আপাতত সকলের নজর রত্নভাণ্ডারের দিকে। কী অজানা রয়ে গিয়েছে দরজার ওপারে , তা উন্মোচিত হবে রবিবারই ।  


ডিসক্লেমার : কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় / সম্পাদক-নিয়ন্ত্রিত তথ্য, পরামর্শ প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।                                   


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।