লখনউ:এবার সাইবার প্রতারণার ফাঁদে জনপ্রিয় কবি। সিবিআই অফিসারের পরিচয় দিয়ে কবিকে ঘণ্টা ৬-৭ বসিয় রাখা হল কম্পিউটারের সামনে। করতে ও বলতে বাধ্য করা হল, সেই সবকিছু যা প্রতারকরা চায়। একের পর এক সাজানো গপ্পো ফেঁদে আতঙ্ক সৃষ্টি করে কবিকে ডিজিট্যাল অ্যারেস্ট করে রাখল প্রতারকরা। জেনে নেওয়া হল তার আর্থিক লেনদেন সংক্রান্ত সব তথ্য।
কীভাবে ঘটন এমন ঘটনা ? জনপ্রিয় কবি নরেশ সাক্সেনা। বইপত্র, লেখাপড়া নিয়েই থাকেন। তিনিই পড়ে গেলেন সাইবার- অপরাধীদের জালে। লখনউ-এ পদস্থ সিবিআই অফিসার হিসাবে নিজের পরিচয় দিয়ে ছয় ঘন্টা ধরে ডিজিটাল অ্যারেস্ট করে রাখা হল তাঁকে। প্রথমেই তাঁর কাছে ফোন আসে, তিনি কি আধার কার্ডটি হারিয়েছেন, জিজ্ঞাসা করা হয়। তারপর তাঁর কাছে গল্প ফাঁদা হয়, কীভাবে তার আধার কার্ড হারিয়ে গিয়েছে ও খোয়া যাওয়া আধার কার্ড ব্যবহার করে চলছে এক অবৈধ চক্র। আর তার জন্যই তাঁর নাম জড়িয়ে গিয়েছে অপরাধীদের সঙ্গে।
পুলিশকে কবি জানিয়েছেন, 'আমি তদন্তে সহযোগিতা করছি বলে, ওই লোকটি আমাকে ২৪ ঘন্টার মধ্যে মুক্তি দেবেন বলে আশ্বাস দেন এবং বলেন আমি বর্তমানে গৃহবন্দি আছি'
অর্থ পাচারের মামলায় গ্রেফতারের ভয় দেখিয়ে প্রতারকরা তাঁকে ঘণ্টার পর ঘণ্টা জেরা করে। একে একে তাঁর কাছ থেকে জেনে নেওয়া হয় তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য, লেনদেনের খুঁটিনাটি। এখানেই তারা থেমে থাকেনি। কবিকে কবিতা বলতেও বাধ্য করায় প্রতারকরা। সিবিআই পরিচয় দেওয়া ওপারের লোকটি তাঁর কবিতা শুনতে থাকেন। তারপর মির্জা ঘালিব এবং ফয়েজের কবিতা আবৃত্তি করতে বলে। তারপর কবিকে তারিফ করতেও ভোলেনি তাঁরা।
কিন্তু ঘণ্টার পর ঘণ্টা এভাবে ডিজিট্যাল অ্যারেস্ট করে রাখা দেখে সন্দেহ হয় বাড়ির লেকেদের। তারাই তখন বিষয়টির মধ্যে হস্তক্ষেপ করে এবং সাইবার ঠগরা লাইনটি কেটে দেয়। বরাত জোরে টাকা হাতাতে পারেনি তারা। তবে জোগাড় করা তথ্য নিয়ে তার ভবিষ্য়তে কোনও অপরাধ ঘটায় কি না , সেটাই দেখার। ইতিমধ্যেই গোমতীনগর থানায় অভিযোগ জানানো হয়েছে। তদন্ত করছে পুলিশ।
আরও পড়ুন :
বুক ছ্যাঁৎ করে উঠবে টমেটোর দামে, মুরগির দাম আকাশ ছুঁল, কীভাবে ম্যানেজ করবেন বাজেট?
আরও পড়ুন :