রঞ্জিত হালদার, বারুইপুর: বারুইপুরে মেলায় (Baruipur News) গিয়ে নাগরদোলায় চড়ে সেলফি তুলে রিলস বানানোর চেষ্টা, পড়ে গিয়ে গুরুতর জখম এক মহিলা ও নাবালিকা। কলকাতার হাসপাতালে স্থানান্তরিত। 


বারুইপুরের নিউ ইন্ডিয়ান মাঠে একমাসব্যাপী চলছে মিলন মেলা ৷ প্রতিদিনই এই মেলায় ভিড় জমান অংসখ্য মানুষ ৷ রীতিমতো এন্ট্রি ফি দিয়ে এই মেলা দেখতে আসেন সাধারণ মানুষ ৷ ঘটনায় জখম লক্ষ্মী রায় ও প্রতিবেশী তাঁর ওই কিশোরী বারুইপুরেরই বাসিন্দা। তাঁরা পরিবারের অন্যদের সঙ্গে এসেছিলেন মিলনমেলায় ৷ পরিবারের সদস্যরা না উঠলেও তাঁরা উঠেছিলেন নাগরদোলায় ৷ মেলায় গিয়ে নাগরদোলায় চড়ে সেলফি তোলার পাশাপাশি রিলস বানানোর চেষ্টা করেন। আর তাতেই ঘনিয়ে এল বিপদ। পড়ে গিয়ে গুরুতর জখম হলেন বারুইপুরের এক মহিলা ও তাঁর প্রতিবেশী ১২ বছরের বালিকা। গতকাল রাতে বারুইপুরের মিলন মেলায় দুর্ঘটনা ঘটে। মেলা কর্তৃপক্ষের দাবি, নাগরদোলায় চড়ে সেলফি তুলছিলেন মহিলা, সঙ্গে ছিল প্রতিবেশী নাবালিকা। রিলস বানানোর সময় নাগরদোলা থেকে ছিটকে দু’জনে নীচে পড়ে যান। রিলস বানানোর জেরেই সামনে থাকা রড কোনওভাবে খুলে যায়। উপর থেকে নীচে নামার সময় এই দুর্ঘটনা ঘটে ৷


নাবালিকা ও মহিলাকে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় ৷ অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করা হয়।  ঘটনায় মেলা কর্তৃপক্ষের বিরুদ্ধে নিরাপত্তাহীনতার অভিযোগ উঠছে ৷ যদিও তা অস্বীকার করেছে তারা ৷ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় বারুইপুর থানার পুলিশ ৷ ঘটনার তদন্ত শুরু করেছে তারা ৷ 


এর আগে গত ৩ ডিসেম্বর রাতের শহরে বেপরোয়া গতির জেরে ফের দুর্ঘটনা। সল্টলেকের সেক্টর ফাইভের নয়াপট্টিতে রাস্তার রেলিংয়ে ধাক্কা মারে গাড়ি। গতকাল রাত ২টো নাগাদ দুর্ঘটনা ঘটে। লেকটাউনের দিক থেকে নিউটাউনের দিকে যাওয়ার সময় ফুটপাতের রেলিংয়ে ধাক্কা মারে বেপরোয়া গাড়ি। গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। গাড়িতে চালক-সহ ৩ জন ছিলেন। বেপরোয়া গতির কারণেই দুর্ঘটনা বলে প্রাথমিক অনুমান পুলিশের।                    


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন:  Ghatal Master Plan: ব্রাত্য এলাকারই বিধায়ক, ঘাটাল মাস্টার প্ল্যান তৈরির কমিটিতে কোন কোন নাম?