সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: অশোকনগরের কল্যাণগড় পুরসভা কুড়ি নম্বর ওয়ার্ডের আসরফাবাদে মতুয়াদের একটি অনুষ্ঠানে গিয়ে তাঁদের সঙ্গে উদ্দাম নাচ নাচলেন অশোকনগরের তৃণমূল বিধায়ক ধীমান রায়। ধীমান রায়ের এই উদ্দাম নৃত্য নিয়ে ইতিমধ্যেই তৃণমূল এবং বিজেপির মধ্যে জোর তরজা শুরু হয়ে গিয়েছে। বিজেপির অভিযোগ, ১১ তারিখ ঠাকুরবাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ আসছেন, হয়তো সিএএ নিয়ে কিছু ঘোষণা করবেন তিনি। মতুয়াদের সিংহভাগ ভোট বিজেপির দিকেই ঝুঁকছে। তাই আতঙ্কিত হয়ে অশোকনগরের বিধায়ক এমন অদ্ভুত আচরণ করছেন।
দেখুন অশোকনগরের তৃণমূল বিধায়ক ধীমান রায়ের মতুয়াদের সভায় নাচ
বিজেপি দাবি করেছে, অশোকনগর থেকে প্রচুর মতুয়া ভক্ত ১১ তারিখ অমিত শাহের সভায় যোগ দিতে ঠাকুরবাড়িতে যাবেন। তাতেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এবং স্থানীয় বিধায়ক ধীমান রায়ের ঘুম উড়ে গিয়েছে। আসলে মতুয়াদের জন্য তৃণমূল কংগ্রেস কিছুই করেনি, একই ভাবে তাদের বিধায়ক ধীমান রায়ও কিছু করেননি। তাই যাতে মতুয়া ভোট ধরে রাখা যায় সে জন্যই ধীমানবাবু এই ধরনের অদ্ভুত আচরণ করছেন বলে মনে করছে বিজেপি। অন্যদিকে তৃণমূল বিধায়ক ধীমান রায় দাবি করেছেন, দীর্ঘদিন ধরেই ঠাকুরবাড়ির বড়মা বীণাপাণি দেবীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব ভাল সম্পর্ক ছিল এবং বড়মার সব রকম চিকিৎসার খরচ বহন করতেন মমতা। সুতরাং অমিত শাহ বা বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা কী বললেন তাতে মতুয়াদের কিছু যায় আসে না, তাঁরা তৃণমূলের সঙ্গেই আছেন এবং থাকবেন। ধীমান রায়ের আরও দাবি, তিনি মতুয়াদের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত অংশ নেন। এ দিকে সোশ্যাল সাইটে তৃণমূল বিধায়কের উদ্দাম নাচ দেখে শুরু হয়েছে তৃণমূল এবং বিজেপির মধ্যে জোর রাজনৈতিক কাজিয়া। অমিত শাহের ১১ তারিখের সভার পর মতুয়াদের নিয়ে এই রাজনৈতিক দড়ি টানাটানি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।