কলকাতা: একই দিন শহরে জোড়া অগ্নিকাণ্ড। গড়িয়া, বাগুইআটিতে। গড়িয়ায় বহুতলে অগ্নিকাণ্ডে গুরুতর জখম এক নাবালক। জানলার কাঁচ ভেঙে উদ্ধার করা হয় নাবালককে। অন্যদিকে, বাগুইআটির জোড়া মন্দিরে বন্ধ কাপড়ের দোকানে আগুন। ভস্মীভূত পুরো দোকান।
গড়িয়ার ঢালুয়ার একটি বহুতলের অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয় পুরো ঘর। লেলিহান শিখার মধ্যেই আটকে পড়ে ১০ বছরের এক বালক। জানলার কাঁচ ভেঙে কার্যত ফিল্মি কায়দায় তাকে উদ্ধার করা হয়। সঞ্জয় নামে উদ্ধারকারী যুবক বলেন, আমরা যাচ্ছিলাম। চিত্কার শুনে জানলা ভেঙে উদ্ধার করি।
অন্যদিকে, বাগুইআটিতে একটি বন্ধ কাপড়ের দোকান আগুনে পুরোপুরি ভস্মীভূত হয়ে যায়। স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে জোড়ামন্দিরের বহুতলের নীচে থাকা বন্ধ দোকানটি থেকে আগুনের শিখা দেখতে পান পথচারীরা। খবর দেওয়া হয় দমকলকে। তবে আগুন লেগেছিল কিভাবে লেগেছিল বোঝা যাচ্ছে না। তিনটে দমকলের ইঞ্জিন পাঠানো হয়। তবে বহুতলের অন্য অংশে আগুন ছড়িয়ে পড়তে পারেনি।