সুশান্ত বলিউডে অল্প সময়ে সাফল্য পেলেও তিনি আউটসাইডারই থেকে গিয়েছিলেন। তাঁর একের পর এক ছবি স্টার কিডদের ছবির থেকে বেশি হিট করেছে কিন্তু হাত থেকে ছবি ফসকে গিয়ে চলে গিয়েছে সেই তারকা সন্তানদেরই কাছে। সঙ্গে ছিল বলিউডি বৃত্তে কখনও গৃহীত না হওয়া, টেলিভিশন শো-য়ে সকলের সামনে অপমানিত হওয়া ইত্যাদি। তাই অনলাইন এই পিটিশনের শিরোনাম বয়কট কর্ণ জোহর, যশরাজ ফিল্মস, সলমন খান। তাতে বলা হয়েছে, আমরা সাধারণ মানুষ, সবাই মিলে ভারতীয় সিনেমা ওরফে বলিউডের এই কঠোর সত্য, এই স্বজনপোষণের বিরুদ্ধে মুখর হতে চাই। বলিউড শুধু কয়েকজনের হাতে নিয়ন্ত্রিত হতে পারে না, ওখানে গণতন্ত্র থাকতে হবে। এই পিটিশনের মাধ্যমে নেটফ্লিক্স, আমাজন প্রাইম ও হটস্টারের জনপ্রিয় স্ট্রিমিং কোম্পানিগুলোকে আমাদের অনুরোধ, ওপরে উল্লিখিত মিডিয়া হাউসগুলির ছবি প্রমোট করা এখনই বন্ধ করা হোক। ওগুলো ছবি নয়, ওগুলো বিখ্যাত নায়ক নায়িকাদের ছেলেমেয়েদের লঞ্চ করার প্ল্যাটফর্ম। এ সব থেকেই প্রমাণ, স্বজনপোষণ কীভাবে ছেয়ে ফেলেছে বলিউড।
সুশান্ত ছিলেন পটনার ছেলে। তাঁর শহরে সলমন খানের বিইং হিউম্যান দোকানটি ভাঙচুর করা হয়েছে। সুশান্তের অনুরাগীরা দাবি করেছেন, দোকানের সাইনবোর্ড থেকে সলমনের ছবি সরিয়ে ফেলতে হবে।
এর মধ্যে খবর, যশরাজ ফিল্মস সুশান্তের সঙ্গে তাদের যে সব কাজ করার কথা ছিল সে ব্যাপারে চুক্তিপত্র পুলিশে জমা দিয়েছে।