নয়াদিল্লি: গালওয়ান উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষের এক সপ্তাহের মধ্যেই ভারত ও চিনা সেনাদের মধ্যে নতুন সংঘর্ষের ছবি প্রকাশ্যে। এবার ঘটনাস্থল সিকিম।


সম্প্রতি, একটি ভিডিও প্রকাশ পেয়েছে। পাঁচ-মিনিটের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, সিকিম সিমান্তে লাগোয়া অধিক-উচ্চতা কোনও একটি জায়গায় ওই সংঘর্ষ হয়েছে বলে জানা গিয়েছে। কারণ, যে জায়গায় হতাহাতি হচ্ছে, তা বরফে ঢাকা। ভিডিওটি ঠিক কবে কার তা জানা না গেলেও, সূত্রের খবর, তা লাদাখ-পরবর্তী ঘটনা।






ভিডিওতে দেখা যাচ্ছে,দুপক্ষের মধ্যে হাতাহাতি চলছে। এর মধ্যেই এক চিনা জওয়ানকে ঘুষি মারছেন এক ভারতীয় জওয়ান। মোবাইল ফোনে তোলা ওই ভিডিওতে দেখা যাচ্ছে, উভয় পক্ষই তর্কাতর্কি করছে। একে অপরকে ঠেলছে। সেখানে 'গো ব্যাক', 'ডোন্ট ফাইট' জাতীয় শব্দও শোনা গিয়েছে।


কিছুক্ষণ পর পরিস্থিতি স্বাভাবিক হয়। ভিডিওতে দেখা যাচ্ছে, এক আহত চিনা জওয়ানের অবস্থা সম্পর্কে খোঁজ নিচ্ছেন এক ভারতীয় অফিসার। ভিডিওটি কবে তোলা তা স্পষ্ট না হলেও, তা প্রকাশ্যে আসে সেদিন, যেদিন গালওয়ান সংঘর্ষ নিয়ে দুপক্ষের মধ্যে উচ্চ সামরিক পর্যায়ের বৈঠক বসে। প্রসঙ্গত, লেফটেন্যান্ট জেনারেল পর্যায়ের ওই বৈঠক বসে পূর্ব লাদাখ সীমান্তে ছুশূলের চিনা দিক মোল্দোতে।





গত ১৫ জুন, পূর্ব লাদাখের গালওয়ান উপতক্যায় চিনা সেনার বর্বরোচিত হামলায় এক অফিসার সহ ২০ ভারতীয় জওয়ান নিহত হন। আহত হন আরও ৭৬ জন। সূত্রের খবর, এক কমান্ডিং অফিসার সহ অন্তত ৪৫ জন চিনা সেনাও হতাহত হয়েছে ওই সংঘর্ষে। একটি তাঁবুকে সরানোকে ঘিরে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে, যা রক্তক্ষয়ী চেহারা নেয়।