রিলায়েন্স জিও প্ল্যাটফর্মে ৫,৬৫৫.৭৫ কোটি টাকা বিনিয়োগ করবে সিলভার লেক

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ   |  04 May 2020 03:26 PM (IST)

রিলায়েন্স প্রধান মুকেশ অম্বানি বলেছেন, প্রথম সারির টেকনোলজি কোম্পানিগুলিতে বিনিয়োগের ক্ষেত্রে সিলভার লেকের অসাধারণ রেকর্ড রয়েছে।

মুম্বই: বেসরকারি সংস্থা সিলভার লেক ৭৫০ মিলিয়ন ডলার ওরফে ৫,৬৫৫.৭৫ কোটি টাকা রিলায়েন্স জিও প্ল্যাটফর্মে বিনিয়োগ করতে চলেছে। এর আগে ফেলবুক ইনকর্পোরেটেড জানায়, তারা জিওর প্রায় ১০ শতাংশ শেয়ার কিনতে চলেছে ৫.৭ বিলিয়ন ডলারের বিনিময়ে। তার সপ্তাহদুয়েকের মধ্যেই এই নয়া চুক্তি। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আজ বলেছে, এই বিনিয়োগটি জিও প্ল্যাটফর্মকে ৪.৯০ লক্ষ কোটি টাকার ইকুইটি ভ্যালু দিচ্ছে। এর এন্টারপ্রাইজ ভ্যালু ৫.১৫ লক্ষ কোটি টাকা এবং ফেসবুক যে বিনিয়োগ করছে তার ইকুইটি ভ্যালুয়েশনের প্রিমিয়াম ১২.৫ শতাংশ। রিলায়েন্স প্রধান মুকেশ অম্বানি বলেছেন,
প্রথম সারির টেকনোলজি কোম্পানিগুলিতে বিনিয়োগের ক্ষেত্রে সিলভার লেকের অসাধারণ রেকর্ড রয়েছে। টেকনোলজি ও ফিনান্সের ক্ষেত্রে তারা অত্যন্ত সম্মানীয় সংস্থা। ইন্ডিয়ান ডিজিটাল সোসাইটির রূপান্তরে তাদের আন্তর্জাতিক মানের প্রযুক্তির সাহায্য পেতে চলায় আমরা উত্তেজিত। -
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.