মুম্বই: মুম্বইয়ের বান্দ্রার করাচি সুইটস-এর নাম বদলের দাবির ইস্যুতে শিবসেনা, বিজেপি বাকযুদ্ধ। বিজেপি ‘অখন্ড ভারতবর্ষে’ বিশ্বাস করে, পাকিস্তানের করাচি একদিন ভারতের অংশ হবে বলে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফঢ়নবিশের গতকালের ঘোষণার পাল্টা শিবসেনা নেতা সঞ্জয় রাউত তাঁর উদ্দেশে বললেন, আগে তো পাকিস্তানের দখল করে রাখা কাশ্মীরের অংশ ফেরান, পরে আমরা করাচি যাব! করাচি দখলের আগে তাঁকে পাক অধিকৃত কাশ্মীর ছিনিয়ে আনার পরামর্শ দিয়েছেন রাউত।


স্থানীয় শিবসেনা নেতা নিতিন নন্দগাঁওকরের বান্দ্রা ওয়েস্টে করাচি সুইটস-এর মালিককে দোকানের নাম থেকে ‘করাচি’ বাদ দিতে বলার দাবি ঘিরে বিতর্কের শুরু। ভাইরাল হওয়া ভিডিওতে নিতিনকে বলতে শোনা গিয়েছে, এটা করতেই হবে। সময় দিচ্ছি। ‘করাচি’ বদলে মারাঠিতে কিছু একটা দিন। রাউত অবশ্য তখনই জানিয়ে দেন, এটা শিবসেনার দলীয় অবস্থান নয়। করাচি বেকারি, করাচি সুইটস গত ৬০ বছর ধরে মুম্বইয়ে আছে। ওদের সঙ্গে পাকিস্তানের কোনও সম্পর্কই নেই। এখন নাম বদলাতে বলার কোনও অর্থ হয় না। সেই প্রেক্ষিতেই ফঢ়নবিশ করাচি একদিন ভারতে ঢুকবে বলে মন্তব্য করেন।
রবিবারই মহারাষ্ট্রের ক্যাবিনেট মন্ত্রী ও শিবসেনা শরিক এনসিপি নেতা নবাব মালিক ফঢ়নবিশের মন্তব্যে প্রতিক্রিয়া দিয়ে বলেন, দেবেন্দ্রজি যেভাবে বললেন, একদিন করাচি ভারতের অঙ্গ হবে। আমরা তো বহুদিন ধরেই বলছি, ভারত, পাকিস্তান, বাংলাদেশকে সংযুক্ত করা উচিত। বার্লিনের দেওয়ালের পতন হতে পারলে কেন ভারত, পাকিস্তান, বাংলাদেশ এক হতে পারে না? বিজেপি এই তিনটে দেশকে মিলিয়ে একটা দেশে পরিণত করতে চাইলে আমরা তা স্বাগত জানাব।