বোনকে উত্যক্ত করার প্রতিবাদ, দাদার হাত কেটে নিল দুষ্কৃতী!
web desk, ABP Ananda
Updated at:
26 Jan 2017 10:08 PM (IST)
NEXT
PREV
মুর্শিদাবাদ: বোনকে উত্যক্ত করার প্রতিবাদ করায় দাদার হাত কেটে নেওয়ার অভিযোগ। মুর্শিদাবাদের খড়গ্রাম থানার ধামালি পাড়ার ঘটনা। অভিযোগ, গত কয়েকদিন ধরেই ওই তরুণীকে উত্যক্ত করত মইনুল শেখ নামে স্থানীয় এক যুবক। মেয়েটির দাদা জাহাঙ্গির শেখ এর আগেও মইনুলকে সাবধান করেন। তবে তাতে কোনও হেলদোল হয়নি তার। সে পাল্টা জাহাঙ্গিরকে দেখে নেওয়ার হুমকি দেয়। বৃহস্পতিবার বিকেলে মোটর বাইকে চেপে যাওয়ার সময় জাহাঙ্গিরের পথ আটকায় মইনুল। সবজি কাটার বঁটি দিয়ে কোপ মারে কবজিতে। রক্তাক্ত অবস্থায় জাহাঙ্গিরকে প্রথমে নিয়ে যাওয়া হয় মহকুমা হাসপাতালে। পরে সেখান থেকে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিকাল কলেজ হাসপাতালে। অভিযুক্ত মইনুলকে গ্রেফতার করেছে পুলিশ।
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -