কলকাতা : লোকসভা ভোটের ( Loksabha Poll )  মুখে ফের তুঙ্গে উঠেছে এনআরসি তরজা। উত্তরবঙ্গ ( North Bengal )  সফরে গিয়ে বারবার করে জনগণকে সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) । তিনি বলেন, ' মনে রাখবেন, BSF বর্ডার এরিয়ার ভিতরে ঢুকে, আলাদা করে আইডেন্টিটি কার্ড দিতে চাইছে। নেবেন না। যদিও মুখ্যমন্ত্রীর অভিযোগকে নস্যাৎ করে দিয়েছে সীমান্তরক্ষী বাহিনী।


NRC চালু করতে সীমান্ত এলাকায় আলাদা পরিচয়পত্র দিতে চাইছে BSF।  খোদ মুখ্যমন্ত্রীর এই অভিযোগের জবাব দিল BSF। সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, তাদের তরফে আলাদা করে কোনও পরিচয়পত্র দেওয়া হয় না। NRC-র সঙ্গে কোনও সম্পর্ক নেই BSF-এর। পেশাদার সংস্থা হিসেবে তাদের দায়িত্ব ভারত-বাংলাদেশ এবং ভারত-পাক সীমান্তে সুরক্ষার ব্যবস্থা করা। গতকাল উত্তর দিনাজপুরের রায়গঞ্জে প্রশাসনিক সভা থেকে NRC প্রসঙ্গে BSF আলাদা কার্ড দিতে চাইছে বলে দাবি করেন মুখ্যমন্ত্রী। তার প্রেক্ষিতেই এবার নিজেদের অবস্থান স্পষ্ট করল সীমান্তরক্ষী বাহিনী।   


মমতা বন্দ্যোপাধ্যায় কোচবিহারের সভা থেকে বলেছিলেন, 'BSF কেবলবেন, আমার আধার কার্ড আছে, আমার রেশন কার্ড নেব না! আমি তোমার দু-নম্বরি কার্ড নেব না! ওই কার্ড যদি নেন, NRC-তে পড়ে যাবেন।'  


সম্প্রতি ১ সপ্তাহের মধ্যে NRC চালু হবে বলে দাবি করেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। এরপরই যে NRC চালু নিয়ে প্রশাসনিক স্তরে বর্তমানে কোনও উচ্যবাচ্য নেই, তা নিয়েই ফের তরজা শুরু হয়ে গিয়েছে। শান্তনু বলেছিলেন, 'ভারতবর্ষে CAA লাগু হবে এই গ্যারান্টি আমরা আজকে এই মঞ্চ থেকে দিয়ে গেলাম। আগামী ১ সপ্তাহের মধ্য়ে পশ্চিমবঙ্গ-সহ ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য়ে CAA লাগু হবে। এবং সেটা আপনারা দেখবেন, আজকে সেই গ্য়ারান্টি এই মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি।' 


আর তার উত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'শুধু ভোটার লিস্টে নামটা রাখতে বলুন। যাতে NRC-র নাম করে তাদের বাদ দিয়ে না দেয়। NRC নিয়ে লড়াই করেছে কে? রাজবংশী বন্ধুরা আপনারা তো ইতিমধ্য়েই নাগরিক। নতুন করে ক্য়া ক্যা করে চিৎকার করছে। এটা ফ্যা ফ্য়া ভোটের রাজনীতি করার জন্য। আপনারা সবাই নাগরিক। ' 


এইভাবে লাগাতার বিএসএফকে বিদ্ধ করায়, এবার এনআরসি প্রসঙ্গে মুখ খুলল বাহিনী। জানিয়ে দেওয়া হল, NRC-র সঙ্গে কোনও সম্পর্ক নেই BSF-এর। 


আরও পড়ুন :লোকসভা ভোটের আগেই বীরভূমে ফিরলেন 'অনুব্রত'