নয়াদিল্লি: পাক রেঞ্জার্সের হাতে আটক বিএসএফ জওয়ান পিকে সাউ। ভুল করে সীমান্তের ওপারে যেতেই আটক জওয়ান। পাঞ্জাবের ফিরোজপুরে সীমান্ত পেরোতেই আটক হলেন তিনি। ওই জওয়ানকে ফেরাতে উদ্যোগী হয়েছে ভারত। পাকিস্তানের সঙ্গে ফ্ল্যাগ মিটিং করছে ভারত। জানা যাচ্ছে, ভুল করে সীমান্ত পেরিয়েছিলেন ওই জওয়ান। তিনি পশ্চিমবঙ্গের হুগলির বাসিন্দা বলে জানা যাচ্ছে। (India-Pakistan Relations)
কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে পরিস্থিতি যখন তপ্ত, সেই সময়ই পঞ্জাবের ফিরোজপুর জেলা থেকে এই ঘটনা সামনে এসেছে। জানা গিয়েছে, সেখানে ভারত-পাকিস্তান সীমান্তে মোতায়েন ছিলেন ওই BSF জওয়ান। বৃহস্পতিবার ভুল করে তিনি সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকে পড়েন। এই মুহূর্তে পাক রেঞ্জার্সের হাতে আটক তিনি। (Pahalgam Terror Attack)
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বুধবারই সীমান্ত পেরিয়ে ভুল করে পাকিস্তানে ঢুকে পড়েন ওই BSF জওয়ান। রাতেই BSF এবং পাক রেঞ্জার্সের মধ্যে একদফা ফ্ল্যাগ মিটিং হয়। জওয়ানকে ফিরিয়ে দিতে হবে বলে ভারতের তরফে দাবি তোলা হয়েছে। কিন্তু পাকিস্তান ওই BSF জওয়ানকে ফেরাতে রাজি হয়নি। আজ ফের দুই পক্ষের মধ্যে ফ্ল্যাগ মিটিং রয়েছে। (India Pakistan Border)
জানা যাচ্ছে, জালোকে দোনা এলাকায় জিরো লাইনে মোতায়েন ছিলেন পিকে সাউ নামের ওই BSF জওয়ান। তিনি পশ্চিমবঙ্গের হুগলির বাসিন্দা। বুঝতে না পেরে পাকিস্তানের এলাকায় ঢুকে পড়েন তিনি। পাকিস্তানি সংবাদমাধ্যম যে ছবি প্রকাশ করেছে, তাতে AK-47 রাইফেল এবং জলের বোতল-সহ ওই জওয়ানকে দেখা গিয়েছে। পরনে রয়েছে সেনার উর্দি।
এখনও পর্যন্ত পিকে সিংহ-কে ফেরাতে রাজি হয়নি পাকিস্তান। সেনার তরফে এ নিয়ে কিছু জানানো হয়নি এখনও। তবে সূত্রের খবর, হুসেনিওয়ালায় ফ্ল্যাগ মিটিংয়ে যোগ দিতে নারাজ পাক রেঞ্জার্স। সেই নিয়ে সমঝোতার চেষ্টা চলছে বলে খবর।
সূত্র মারফত জানা গিয়েছে, ১৮২ ব্যাটেলিয়নের অংশ পিকে সিংহ। ফিরোজপুর সীমান্চে মোতায়েন ছিলেন। কৃষকদেরে সঙ্গে হাঁটছিলেন তিনি। সেই সময় ভুল করে পাকিস্তানের এলাকায় ঢুকে পড়েন। সেখানে ছায়ার নীচে জিরিয়ে নিচ্ছিলেন যখন, সেই সময় পাক রেঞ্জার্স তাঁকে আটক করে। পহেলগাঁও হামলার পর পরই এই ঘটনাকে ঘিরে উত্তেজনা বাড়লেও, এমন ঘটনা আগেও ঘটেছে, কখনও ভারতীয় জওয়ান পাকিস্তানে ভুল করে ঢুকে গিয়েছেন, কখনও আবার পাকিস্তানি সেনা ভুল করে ভারতে ঢুকে পড়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।
তথ্য়সূত্র: এবিপি সাঁঝা