হায়দরাবাদ: বুধবার, ২৩ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদ মুম্বই ইন্ডিয়ান্সের (SRH vs MI) মুখোমুখি হয়েছিল। সেই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে পরাজিত হয়েছে সানরাইজার্স। ম্যাচে সানরাইজার্সের টপ অর্ডার চূড়ান্ত ব্যর্থ হয়। ফের একবার অল্প রানে সাজঘরে ফেরেন ঈশান কিষাণ (Ishan Kishan)। তবে তাঁর ব্যাটিং ব্যর্থতার থেকেও শিরোনাম কেড়ে নিয়েছে তাঁর আউটের ধরন।

ম্যাচের তৃতীয় ওভারে ঘটনাটি ঘটে। বোলার দীপক চাহার আবেদন করেননি। উইকেটকিপার রায়ান রিকেলটন বল ধরে ফিল্ডারকে কার্যত ছুঁড়ে ফেলতে যাচ্ছিলেন। তবে তারপর যা ঘটে তা সকলকে স্তম্ভিত করে দেয়ে। হঠাৎই আম্পায়ার আঙুল তুলতে উদ্যত হন। সেই ঘটনা দেখে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ড্য উপলব্ধি করেন যে, ব্যাটার ঈশান কিষাণকে আউট দিতে চলেছেন আম্পায়ার। তিনি ও মুম্বই ইন্ডিয়ান্সের কয়েকজন ক্রিকেটার মিলে হাল্কা স্বরে আবেদন করেন। বা বলা ভাল, জানতে চান, ব্যাটার আউট কি না। আম্পায়ার আঙুল তুলে জানিয়ে দেন, ব্যাটার আউট। ঈশান কিষাণও কথা না বাড়িয়ে ডাগ আউটের দিকে হাঁটতে শুরু করেন।

 

রিপ্লেতে দেখা যায় না ঈশান কিষাণের ব্যাট না, তাঁর শরীরে কোনও অংশ বল স্পর্শ করেছে, তাও ঈশানের এই আউট দেখে সকলেই হতবাক। বিস্মিত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ (Virender Sehwag)। তিনি এই ঘটনার পরিপ্রেক্ষিতে বলেন, 'অনেক সময়ই এমন পরিস্থিতিতে মাথা কাজ করে না। ওই সময় ওর মাথা কাজ করছিল না। আরে ভাই থেমে যা, আম্পায়ারও তো টাকা পাচ্ছে।'

ঈশান শুরুটা বেশ ভালই করেছিলেন। শতরান এসেছিল তাঁর ব্যাট থেকে। তবে তারপর থেকে নাগাড়ে ব্যর্থতা। খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাওয়া ঈশান কিষাণের এমন আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে নট আউট হয়েও কোনও আপিল না করা এবং কার্যত স্বেচ্ছায় আগেই মাঠ ছাড়ায় অনেকেই বিস্মিত। এদিন গোটা সানরাইজার্স টপ অর্ডার ব্যর্থ হওয়ার পর হেনরিখ ক্লাসেন ও অভিনব মনোহরের ৯৯ রানের পার্টনারশিপ সানরাইজার্সকে ১৪৩ রান তুলতে সাহায্য করে। জবাবে রোহিতের ৭০ রানের ইনিংস ও সূর্যকুমারের ধুঁয়াধার ৪০ রানে ভর করে ২৬ বল বাকি থাকতেই সাত উইকেটে ম্যাচ জিতে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।