নয়াদিল্লি : গ্রাহকদের জন্য 'সস্তায় পুষ্টিকর' প্ল্যান নিয়ে এলো ভারত সঞ্চার নিগম লিমিটেড বা বিএসএনএল। একদিনে যখন ডেটা যুদ্ধে ময়দানে নেমে পড়েছে রিলায়েন্স জিও, এয়ারটেলের মতো সার্ভিস প্রোভাইডাররা। সেখানে বিনা যুদ্ধে এক চিলতে মাটিও ছেড়ে দিতে রাজি নয় বিএসএনএল। তাই রিলায়েন্স জিও বা এয়ারটেলের প্ল্যানের খরচেই আরও বেশি সুবিধা দেওয়া প্যাকেজ নিয়ে এসেছে বিএসএনএল। যা রিলায়েন্স জিও এবং এয়ারটেলকে রীতিমতো কড়া প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ফেলে দিয়েছে। কী কী রয়েছে বিএসএনএলের এই নতুন প্ল্যানে?


সরকার কেন্দ্রিক টেলি কমিউনিকেশন সার্ভিস প্রোভাইডার বিএসএনএল গ্রাহকদের জন্য নিয়ে এসেছে ৫৯৯ টাকার প্ল্যান। এই প্ল্যানে গ্রাহকরা পেয়ে যাবেন প্রতিদিন ১ জিবি কিংবা ২ জিবি নয়, একেবারে ৫ জিবি করে ডেটা। কী ডেটার পরিমাণ শুনেই মনটা খুশিতে ভরে গেল নিশ্চয়ই? তা তো হবেই। এতদিন যেখানে গ্রাহকরা রোজকার ১ জিবি বা সবথেকে বেশি হলে ২ জিবি ডেটা পেতে অভ্যস্ত ছিলেন, তাঁরা হঠাৎ করে প্রতিদিন ৫ জিবি ডেটা পেলে অনেকটা তা হাতে চাঁদ পাওয়ার মতোই হবে। তার উপর এই মুহূর্তে সারা দেশের বহু সংখ্যক মানুষই ওয়ার্ক ফ্রম হোম করছে। বাড়ি থেকে কাজ করার জন্য বেশি পরিমাণ ডেটারও প্রয়োজন। যা প্রতিদিন ১ জিবি কিংবা ২ জিবি ডেটায় সম্ভব হয় না। সেই সমস্ত ব্যবহারকারীদের জন্য দারুণ সুবিধার প্ল্যান নিয়ে এলো বিএসএনএল। 


বিএসএনএলের নতুন ৫৯৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি কত দিন জানলেও আপনি অবাক হতে পারেন। না এটা কোনও ১ মাসের প্ল্যান নয়। বিএসএনএলের ৫৯৯ টাকার প্ল্য়ান নিলে আপনি প্রত্যেকদিন ৫ জিবি করে ডেটা পেয়ে যাবেন তাও ৮৪ দিনের জন্য। অর্থাৎ, ৫৯৯ টাকার প্ল্যানের ভ্যালিডিটি আপনি শেষ হওয়া পর্যন্ত আপনি মোট ৪২০ জিবি হাই স্পিড ডেটা পেয়ে যাচ্ছেন। এখানেই প্যাকেজের সুবিধা শেষ নয়। আরও রয়েছে। ৫৯৯ টাকার প্ল্যানে গ্রাহকরা পাবেন, আনলিমিটেড ভয়েস কলিং, প্রতিদিন ১০০টি করে এসএমএসের সুবিধা এবং জিং-এর ফ্রি সাবসক্রিপশন। যদি গ্রাহকদের দৈনিক ৫ জিবি ডেটা শেষও হয়ে যায়, তাহলেও তাঁরা ইন্টারনেট ব্যবহার করতে পারবেন ৮০কেবিপিএস স্পিডে।