অর্ণব মুখোপাধ্যায়, সিঙ্গুর: জ্বালানির দামবৃদ্ধির অভিনব প্রতিবাদ। সিঙ্গুর থেকে সাইকেলে বিধানসভা পর্যন্ত মিছিল করছেন সিঙ্গুরের তৃণমূল বিধায়ক তথা শ্রমমন্ত্রী বেচারাম মান্না। 


আজ সকাল ৮টা নাগাদ  রতনপুরের বাড়ি থেকে বেরিয়ে সাইকেল নিয়ে মিছিলে সামিল হন শ্রমমন্ত্রী। জগাছা থেকে তাঁর সঙ্গে যোগ দেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ। 


ইতিমধ্যে সাইকেল মিছিল নিয়ে তিনি কোনা এক্সপ্রেসওয়েতে পৌঁছেছেন।  বেলা সাড়ে ১২টা নাগাদ তাঁর বিধানসভায় পৌঁছোনোর কথা।  


দেশজোড়া প্রতিবাদের মধ্যে ফের রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি দাম বাড়াল পেট্রোল, ডিজেলের। আজই কলকাতায় পেট্রোলের দাম সেঞ্চুরি পার করেছে। ডিজেলের দামও এগোচ্ছে সেঞ্চুরির পথে। 


কলকাতায় পেট্রোলের দাম লিটারপ্রতি ৩৯ পয়সা বেড়ে হল ১০০ টাকা ২৩ পয়সা।  ডিজেলের দাম লিটারে বেড়েছে ২৩ পয়সা। নতুন দাম হয়েছে ৯২ টাকা ৫০ পয়সা।  এর আগেই অবশ্য রাজ্যের বেশ কয়েকটি জেলায় পেট্রোলের দাম ১০০ ছুঁয়েছে।  


এই লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জেলায় চলছে প্রতিবাদ-বিক্ষোভ। জ্বালানির দাম বাড়ার প্রতিবাদে গরুর গাড়ি নিয়ে প্রতিবাদে সামিল রাজারহাট গোপালপুর এলাকার যুব তৃণমূল কর্মীরা। ঠেলাগাড়িতে মোটরবাইক নিয়েও মিছিল করেন তাঁরা। 


শুভেন্দু অধিকারীর নির্বাচনী কেন্দ্রে পেট্রোলের দাম সেঞ্চুরি ছাড়ানোর পরই প্রতিবাদে সেই পেট্রোলপাম্পে বিক্ষোভ দেখাল নন্দীগ্রাম ব্লক যুব তৃণমুল। 


আজ নন্দীগ্রাম ১ ব্লকের গোকুলনগর তেখালি পেট্রোল পাম্পে পেট্রোলের বর্তমান মূল্য ১০০.০৭ টাকা ও ডিজেল বিকোচ্ছে ৯২.৩২ টাকা দরে। গতকাল ছিল যথাক্রমে ৯৯.৬৮ টাকা ও ৯২.০৯ টাকা। দাম বৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারের দিকে আঙুল তুলেছে তৃণমুল। 


মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ বনগাঁ তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে এক সাইকেল মিছিলের আয়োজন করা হয়েছিল। বনগাঁ সোনালী মাঠের থেকে শুরু হয়ে বনগাঁ ১নং রেলগেটে শেষ হয় ওই সাইকেল মিছিল। 


বনগাঁর সমস্ত ওয়ার্ডের সকল স্তরের প্রায় ২০০ তৃণমূল যুব কংগ্রেসের কর্মী সাইকেল নিয়ে প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন।


এদিকে দুর্গাপুরেরাতারাতি দাম বেড়ে যাওয়ায় ক্ষোভে ফেটে পড়েন গ্রাহকরা। বুধবার তাঁরা বলেন,সরকার আমাদের জন্য ভাবছে না। এইভাবে চলতে থাকলে এইবার না খেয়ে মরতে হবে। আবার কেউ কেউ দুষলেন কেন্দ্রীয় সরকারকে।