কানপুর: প্রকাশ্য দিবালোকে হাজারটা চোখের সামনে উত্তর প্রদেশের কানপুরে বহুজন সমাজ পার্টি নেতা নরেন্দ্র সেঙ্গার ওরফে পিন্টু সেঙ্গার দুষ্কৃতীদের হাতে খুন হয়ে গেলেন। একদল বাইক আরোহী গুলিতে ঝাঁঝরা করে দিয়েছে তাঁকে। কানপুরের চাকেরি পুলিশ স্টেশনে এই ঘটনা ঘটেছে।

পিন্টু সেঙ্গারের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। তারা জানিয়েছে, ২টো বাইকে করে এসে ৪ জন দুষ্কৃতী এই কাণ্ড ঘটিয়েছে। পিন্টু তাঁর গাড়িতে যাচ্ছিলেন, তাঁকে অনুসরণ করছিল তারা। কেডিএ আশিয়ানা কলোনির কাছে তিনি গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গে তারা তাঁকে গুলি করে। তাঁকে রিজেন্সি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে ১১টি কার্তুজ উদ্ধার করা হয়েছে।

পিন্টুর সম্পত্তি বেচাকেনা সংক্রান্ত কারবার ছিল। বছর দশেক আগে চাঁদের একখণ্ড জমি অফার করেছিলেন বসপা সুপ্রিমো মায়াবতীকে। তার আগে মায়াবতী তাঁকে দল থেকে বার করে দেন। পিন্টুর নামে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। তাঁর মা কানপুরের গ্রামীণ এলাকার জেলা পঞ্চায়েত সদস্য।