কলকাতা: করোনা আক্রান্ত, প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অবস্থা স্থিতিশীল। জানানো হয়েছে বাড়িতে থেকেই চিকিৎসা চলবে বুদ্ধদেব ভট্টাচার্যর। চিকিৎসায় সাড়া দিচ্ছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্ত্রী-ও। সকালের থেকে শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে বলেই হাসপাতাল সূত্রে খবর।
করোনা আক্রান্ত বুদ্ধদেব ভট্টাচার্যর শারীরিক অবস্থা স্থিতিশীল। হাসপাতাল সূত্রে খবর শরীরে অক্সিজেনের মাত্রা ৯০ শতাংশের উপরে। সূত্রের খবর, ফুসফুসের সমস্যার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রীকে মাঝে মাঝে নিতে হচ্ছে বাইপ্যাপ।
সকালে রক্তের নমুনা সংগ্রহ করা হবে বুদ্ধদেব ভট্টাচার্যর। রিপোর্ট দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবেন চিকিৎসকরা। আরও উন্নত চিকিৎসার জন্য প্রাক্তন মুখ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করতে চান চিকিৎসকরা। অন্যদিকে, বুদ্ধদেব ভট্টাচার্যর স্ত্রী মীরা ভট্টাচার্যর শারীরিক অবস্থা সন্তোষজনক। স্যালাইনের মাধ্যমে করোনার ওষুধ ও অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে। সাপোর্ট ছাড়াই শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক, খবর হাসপাতাল সূত্রে।
গতকাল থেকেই শারীরিক অবস্থা স্থিতিশীল তাঁর। শরীরে অক্সিজেনের মাত্রাও ঠিক ছিল। গতকাল সকালেই রক্তের নমুনা সংগ্রহ করা হবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর। তবে চিকিৎসকরা বলেছিলেন, আরও উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে তাঁরা প্রাক্তন মুখ্যমন্ত্রীকে ভর্তি করতে চান। কারণ, করোনা আক্রান্ত রোগীর হঠাৎ করেই অবস্থার অবনতি হওয়ার সম্ভাবনা থাকে। পাশাপাশি তাঁকে যিনি দেখাশোনা করেন তিনিও করোনায় আক্রান্ত।
অন্যদিকে বুদ্ধদেব ভট্টাচার্যর স্ত্রী মীরা ভট্টাচার্যর শারীরিক অবস্থা সন্তোষজনক ছিল গতকাল। স্যালাইনের মাধ্যমে কাল থেকেই তাঁকে করোনার ওষুধ ও অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছিল। হাসপাতাল সূত্রে খবর, সাপোর্ট ছাড়াই শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিকও ছিল কাল থেকেই।
মঙ্গলবার, করোনা আক্রান্ত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ওইদিন তাঁর স্ত্রী মীরা ভট্টাচার্যেরও সংক্রমিত হওয়ার খবর পাওয়া যায়। সংক্রমণ ধরা পড়ার পর শ্বাসকষ্টের সমস্যা নিয়ে শহরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় মীরা ভট্টাচার্যকে। সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই বুদ্ধদেব এবং তাঁর স্ত্রীর কিছু উপসর্গ দেখা দিয়েছিল। এরপরেই তাঁদের করোনা পরীক্ষা করানোর পরামর্শ দেন চিকিৎসকরা।