নয়াদিল্লি: আগামী অন্তর্বর্তী বাজেটে কৃষিক্ষেত্রে আরও সংস্কার ও প্রত্যক্ষ করকাঠামো আরও বাস্তবসম্মত করা হবে বলে আশা প্রকাশ করল শিল্প সংগঠন পিএইচডি চেম্বার। তাদের পক্ষে এক বিবৃতিতে বলা হয়েছে, বর্তমান সরকারের গত পাঁচটি বাজেটেই সরকার অর্থনীতির প্রতিটি ক্ষেত্রেই গুরুত্ব দিয়েছে। আসন্ন বাজেটেও সংস্কারের পথে সরকার হাঁটবে বলে আশা প্রকাশ করেছে তারা।
আগামী ১ ফেব্রুয়ারি সংসদে বাজেট পেশ হবে। পিএইচডি চেম্বার বলেছে, প্রত্যক্ষ কর বাবদ সংগ্রহে ধারাবাহিক বৃদ্ধি ও সরকারের জিএসটি হার হ্রাস থেকে ইঙ্গিত মিলেছে যে, করের ভিত্তি সম্প্রসারিত হচ্ছে এবং ভারতে অর্থনৈতিক কার্যকলাপ দ্রুতহারে বাড়ছে। এই অবস্থায় অর্থনীতিতে আরও বেশি সাহসী পদক্ষেপের প্রয়োজন। লগ্নির পরিবেশ আরও অনুকূল করা এবং চাহিদার বৃদ্ধিকে পরবর্তী পর্যায়ে নিয়ে যেতে এই পদক্ষেপের প্রয়োজন বলে পিএইচডি চেম্বার মন্তব্য করেছে।
কৃষিক্ষেত্রে সংস্কার ও প্রত্যক্ষ কর কাঠামো সময়োচিত হবে বলে আশা পিএইচডি চেম্বারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
21 Jan 2019 03:40 PM (IST)
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -