নয়াদিল্লি: এবার জাতীয় সড়ক নির্মাণের কাজ তুলে দেওয়া হবে বেসরকারি সংস্থার হাতে। শুধু তাই নয়, বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে বেসরকারি সংস্থার হাতে। আজ বাজেট (Union Budget 2021) পেশ করতে একথা জানান অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। একইসঙ্গে তিনি জানিয়েছেন, রেলের মূলধন খাতে ১ লক্ষ কোটি টাকা ব্যয় হবে। আর এই পদ্ধতিতে কর্মসংস্থান বাড়বে বলে মত অর্থমন্ত্রীর।


এদিন বাজেট পেশ করতে গিয়ে কোন কোন খাতে সরকার কত টাকা বরাদ্দ করেছে তার বিস্তারিতভাবে জানান নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। তিনি বলেন, “৬৭৫ কিমি সড়ক পশ্চিমবঙ্গে তৈরি হবে। কলকাতা-শিলিগুড়ির রাস্তা মেরামতিও এর মধ্যে আছে। পশ্চিমবঙ্গের জন্য সড়ক তৈরিতে ২৫ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। ১,১০০ কোটি টাকা বরাদ্দ জাতীয় সড়ক নির্মাণে। সড়ক উন্নয়নে ১,৫০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। “ যুবকদের কর্মসংস্থানের জন্য নতুন পরিবহণ ব্যবস্থা কাজে লাগবে বলে দাবি তাঁর। পাশাপাশি ৩০ হাজার নতুন বাস রাস্তায় নামবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।

নির্মলা সীতারমণ জানান, ১ লক্ষ ২৫ হাজার কোটি টাকা রেলের জন্য বরাদ্দ করা হয়েছে। রেলের মূলধন খাতে ১ লক্ষ কোটি টাকা ব্যয় হবে। রেলের জন্য জাতীয় রেল প্ল্যান তৈরি হয়েছে। খড়গপুর থেকে বিজয়ওয়াড়া ফ্রেট করিডর তৈরি হবে। মেট্রো লাইট, মেট্রো নিউ-দুটি নতুন প্রকল্প চালু হবে। নাসিকেও মেট্রো রেল তৈরি হবে। বিদ্যুত্ সরবরাহের একের বেশি সংস্থাকে বন্টনের দায়িত্ব দেওয়া হবে।

এদিন অর্থমন্ত্রী বলেন, জাপান থেকে জাহাজ ভারতে এনে পুনর্নিমাণ হবে। তাতে অন্তত ১.৫ লক্ষ কর্মসংস্থান হবে। বড় বন্দরগুলির ব্যবস্থাপনায় থাকবে বেসরকারি সংস্থা। এই খাতে সরকার কিছু ভর্তুকি দেবে।