কলকাতা: সংসদীয় দলের বৈঠকে গরহাজির। নুসরত (nusrat jahan)-মিমিকে (mimi) শোকজ। অভিষেকের (abhisek banerjee) উপস্থিতিতে সংসদীয় দলের বৈঠকে কেন অনুপস্থিত? নুসরত জাহান, মিমি চক্রবর্তীর কাছে কারণ জানতে চাইল দল।দলীয় সাংসদদের বৈঠকে ফের অভিষেকের (Abhishek Banerjee) নিশানায় কংগ্রেস (Congress)। " বাংলায় আমাদের বিরুদ্ধে লড়ছে কংগ্রেস, বিরোধী ঐক্য নেই। আমরা গোয়ার মতো রাজ্যে গেলেই বিরোধী ঐক্য নিয়ে প্রশ্ন উঠছে। এটাই দ্বিচারিতা, কংগ্রেসের চেয়ে আমাদের কৌশল ভিন্ন হতে হবে। এরপরে আমরা কোন রাজ্যে যাব, সেটা এখনই প্রকাশ্যে আনছি না। যে রাজ্যে আমরা ছাপ ফেলতে পারব সেখানেই যাব।" সংসদ ভবনে তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে বার্তা অভিষেকের বলে সূত্রের খবর। "বিজেপির অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ চলবে। আমাদের জনগণের জন্য আমরা লড়াই চালিয়ে যাব।" সংসদ ভবনে তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠকে বার্তা অভিষেকের।
এদিকে, রায়গঞ্জের কর্ণজোড়ায় প্রশাসনিক বৈঠক থেকে একাধিক প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি দুয়ারে সরকারের দ্বিতীয় পর্বের ঘোষণা করলেন মমতা। তিনি এদিন জানান যে, দুয়ারে সরকারের দ্বিতীয় পর্ব শুরু হচ্ছে। নতুন বছর থেকেই শুরু হবে এই প্রকল্পের দ্বিতীয় পর্যায়।
প্রসঙ্গত, তিনদিনের জেলা সফরে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবারই ট্রেনে মালদহে পৌঁছন তৃণমূল সুপ্রিমো। মঙ্গলবার রায়গঞ্জে প্রশাসনিক বৈঠক করেন তিনি। মালদহ থেকে সড়কপথে রায়গঞ্জ যান। কর্ণজোড়ায় উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরের প্রশাসনিক বৈঠক করেন তিনি।
এরপর বুধবার সকালে মালদা জেলার প্রশাসনিক বৈঠক রয়েছে। সেখানে বৈঠক সেরে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন মুর্শিদাবাদে।বিকেলে সে জেলার প্রশাসনিক বৈঠক হওয়ার সম্ভাবনা আছে। মুর্শিদাবাদ থেকে নদিয়াতেও যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার কৃষ্ণনগরে প্রশাসনিক বৈঠক রয়েছে। সেখানে জেলাশাসক, বিডিও, জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন তৃণমূল সুপ্রিমো। বৈঠক সেরে সেদিনই কলকাতায় ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই সূত্রের খবর।
আরও পড়ুন: রাস্তা পেরিয়ে ধান খেতে ঢুকে পড়ল ডোরাকাটা! আতঙ্কে সিঁটিয়ে মৈপীঠের গ্রাম