কলকাতা: পরিবারের অসাবধানতায় চলন্ত ট্রেন থেকে পড়ে গুরুতর আহত দেড় বছরের শিশু।গতকাল রাত ৯টা নাগাদ হাওড়া-বর্ধমান কর্ড শাখার পাল্লা রোড স্টেশনের কাছে এই ঘটনা ঘটে।
হাওড়ার লিলুয়া থেকে দেড়বছরের মেয়ে, ৭ বছরের ছেলে, শাশুড়ি ও পরিবারের এক সদস্যের সঙ্গে ট্রেনে ওঠেন এক মহিলা। বর্ধমান থেকে প্রতাপ এক্সপ্রেস ধরে রাজস্থান যাবার কথা ছিল তাঁদের। অভিযোগ, পাল্লা রোড স্টেশন ছাড়ার পরই ট্রেনের কামরা থেকে পড়ে যায় শিশুকন্যাটি। পরিবারের সদস্যরা শক্তিগড় স্টেশনে নেমে আরপিএফকে বিষয়টি জানায়।
স্থানীয়দের তৎপরতায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে। অবস্থা সঙ্কটজনক হওয়ায় পরে শিশুটিকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। কীভাবে শিশুটি চলন্ত ট্রেন থেকে পড়ে গেল, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।