কমলকৃষ্ণ দে, বর্ধমান : পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের বিক্ষোভ-প্রতিবাদ অব্যাহত। এবার প্রতিবাদ দেখা গেল পূর্ব বর্ধমানে। কোথাও বিধায়ক বাইক গরুর গাড়িতে চাপিয়ে নিজে গরুর গাড়ি চালালেন। আবার কোথাও বিধায়ক বর্ধমান শহরে সাইকেল চালিয়ে মিছিল করে বিক্ষোভ দেখালেন। কোথাও চারচাকায় দড়ি বেঁধে তৃণমূল কর্মীরা দড়ি দিয়ে গাড়ি টেনে বিক্ষোভে শামিল হলেন।


পেট্রোল ও ডিজেলের দাম সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির প্রতিবাদে মিছিল ও অবস্থান বিক্ষোভ চলছেই। ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী গরুর গাড়িতে করে ১৩ কিমি পথ পাড়ি দিয়ে এড়ুয়ার থেকে ভাতার বাজার পর্যন্ত মিছিল করেন।


আবার বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস বর্ধমান পৌরসভার সামনে থেকে কার্জনগেট পর্যন্ত সাইকেল চালিয়ে বিক্ষোভে শামিল হন। অন্যদিকে মেমারি পৌরসভার প্রশাসক স্বপন বিষয়ী চারচাকা গাড়িতে দড়ি বেঁধে দড়ি ধরে চারচাকা টেনে প্রতিবাদ জানালেন।


প্রসঙ্গত, আজ কলকাতায় পেট্রোলের দাম ১০১ টাকা পার করে গেছে। ডিজেলের দাম ৯৩ টাকা ছুঁইছুঁই। লিটারপ্রতি ৩৯ পয়সা বেড়ে আজ কলকাতায় পেট্রোলের দাম ১০১ টাকা ১ পয়সা। বেড়েছে ডিজেলের দামও। লিটারপ্রতি ৩২ পয়সা বেড়ে কলকাতায় ডিজেলের নতুন দাম ৯২ টাকা ৯৭ পয়সা। এর আগেই অবশ্য রাজ্যের বেশ কয়েকটি জেলায় পেট্রোলের দাম ১০০ ছুঁয়েছে। জ্বালানির দামবৃদ্ধিতে পণ্য পরিবহণের খরচ বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই তার প্রভাব পড়তে শুরু করেছে বাজারে। জিনিসপত্রের আগুন দামে মাথায় হাত মধ্যবিত্তের।


এই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন জায়গায় প্রতিবাদ আন্দোলনে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। আজই ক্যানিং পূর্বের বিধায়ক তথা দক্ষিণ ২৪ পরগনার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সওকত মোল্লার নেতৃত্বে মিছিল বের হয়। মিছিলে তৃণমূল ও যুব তৃণমূল হাজার চারেক কর্মী-সমর্থক হাজির হন। ঘাড়ে রান্নার গ্যাস নিয়ে জীবনতলার সদানন্দের মোড় থেকে জীবনতলা বাজার পর্যন্ত মিছিল করেন।


এদিকে এই ইস্যুত রাজ্যে ইতিমধ্যে শাসক-বিরোধী তরজাও শুরু হয়ে গিয়েছে।