অণির্বাণ বিশ্বাস, কলকাতা : নিত্যযাত্রীদের জন্য সুখবর শোনাল রাজ্য। বাসমালিকদের সঙ্গে আলোচনার পর রাজ্যের পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়ে দিলেন, বাসের ভাড়া বাড়ছে না। বাসমালিকদের সঙ্গে আলোচনায় রাজ্যের কড়া বার্তা, বাসের ভাড়া বাড়ানো যাবে না। পাশাপাশি জানানো হল, বিকল্প জ্বালানি বা ব্যাটারিচালিত বাস চালানো নিয়ে আলোচনা চালাবে রাজ্য। ১৭ নভেম্বর ফের সবপক্ষকে নিয়ে বৈঠক হবে। এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন এলাকায় ডিজেলের দাম সেঞ্চুরি পেরিয়েছে। ডিজেল অনেক আগেই একশো ছাপিয়ে আপাতত ১১০ টাকার আশপাশে।
পেট্রোপণ্যের দামের অস্বাভাবিক বৃদ্ধির জেরে বাসভাড়া বাড়ানোর জন্য রাজ্য সরকারের দ্বারস্থ হয়েছিলেন বিভিন্ন বাসমালিকদের সংগঠন। তাদের সঙ্গে বৈঠকে রাজ্যের পক্ষ থেকে জানানো হয়, এখনই ভাড়া বাড়ালে মানুষের ওপর চাপ তৈরি হবে। কেন্দ্র তেলের দাম বাড়াবে আর রাজ্য বাস ভাড়া বাড়াবে, এটা সমাধান নয়। গোটা পরিস্থিতিতে খুঁজতে হবে বিকল্প রাস্তা। যার জন্য পুণে থেকে আনা হচ্ছে বিশেষজ্ঞকে। পুরনো ডিজেল বাসকে ব্যাটারিচালিত বাসে রূপান্তরে সাহায্য করবেন যিনি। সুরাহা হবে সরকারি ও বেসরকারি বাসের, সিএনজি কোম্পানির সঙ্গেও রাজ্য কথা চালাচ্ছে বলেই জানালেন পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিম।
বাসমালিকদের সংগঠনের পক্ষ থেকে বৈঠকের পর জানানো হয়, সামান্য অনুদান নিয়ে গাড়ি চালাচ্ছি। ৭ টাকা বাসভাড়া নিয়ে ১০০ টাকার ওপর ডিজেলে বাস চালানো সম্ভব নয়। মন্ত্রীও গোটা বিষয়টি নিয়ে চিন্তিত, সরকারের সঙ্গে ফের বিষয়টি নিয়ে আলোচনা হবে। তারপরই আমরা কিছু জানাতে পারব।
বৈঠক শেষে পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম বলেছেন, 'কেন্দ্র তেলের দাম বাড়াচ্ছে আর তার পাল্টা বাসের ভাড়া বাড়ানো হচ্ছে, এটা করতে সাধারণ মানুষ মাঝপথে পেষিত হবে। তাই পরিবর্ত রাস্তা খুঁজে বের করতে হবে। বাসমালিকদের সমস্যা হচ্ছে জানি। তাই ভাড়া বাড়ানোর কথা ভেবে না চিন্তা ভাবনা চলছে কীভাবে বিকল্প রাস্তা বের করা যায়।' যারপরই পেট্রোপণ্যের বর্ধিত দাম প্রসঙ্গে কেন্দ্র সরকারকে খোঁচা দিয়ে ফিরহাদ হাকিম বলেন, 'এই তেলের দামে কখনই বাস চলতে পারে না, আমরাও ভর্তুকি দিয়ে বাস চালাচ্ছি। তবে বাসমালিকদের সমস্যা মেটাতে বিকল্প খোঁজা হচ্ছে। যদি তেমনটা হয় তাহলে গোটা দেশকে রাস্তা দেখাবে বাংলা।'