শুভেন্দু ভট্টাচার্য, দিনহাটা : রেকর্ড ভোটে জয়লাভের পর আজ মদনমোহন মন্দিরে পুজো দিলেন সস্ত্রীক উদয়ন গুহ। সঙ্গে ছিলেন পার্থপ্রতিম রায়। মুখ্যমন্ত্রীর নির্দেশে এই পুজো বলে জানান তিনি। মুখ্যমন্ত্রীর নামে সংকল্পও হয়। 


পুজোর পর তিনি বলেন, "বাংলা থেকে সাম্প্রদায়িক শক্তি দূর করা এবং আগামী দিনে পশ্চিমবঙ্গ দেশকে যাতে পথ দেখায় সেই প্রার্থনা করেছেন তিনি। তবে, এই পুজো নিয়ে দেখা দিয়েছে বিতর্ক। কোভিড বিধি থাকায় যেখানে সাধারণ ভক্তদের মন্দিরের বারান্দার নিচের থেকে পুজো দিতে হয়, সেখানে উদয়ন গুহ ও অন্যান্যরা পুজো দিলেন বারান্দায় বসে।


দিনহাটায় ভোটের ব্যবধানের রেকর্ড করেছে তৃণমূল। ধুয়ে মুছে সাফ নিশীথ ম্যাজিক। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বুথে বিজেপির চেয়ে প্রায় চার গুণ ভোট বেশি পেয়েছেন উদয়ন। দিনহাটায় উনিশ রাউন্ডের শেষে ১ লক্ষ ৬৩ হাজার ০৭ ভোটে জয়ী হন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। দিনহাটায় বিজেপি প্রার্থী অশোক মণ্ডলের বুথেও হেরেছে বিজেপি। বিজেপি পেয়েছে ১৫৬টি ভোট। তৃণমূল পেয়েছে ৪৬১টি ভোট। 


আরও পড়ুন ; দিনহাটায় উনিশ রাউন্ডের শেষে ১ লক্ষ ৬৩ হাজার ০৭ ভোটে জয়ী তৃণমূল প্রার্থী উদয়ন গুহ


রাজ্য বিধানসভার ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবধানে জয়ী হলেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। অন্যদিকে নিশীথ প্রামাণিকের বুথেই প্রায় চার গুণ বেশি ভোটে এগিয়ে তৃণমূল। নিজের ওয়ার্ডে দলকে জেতাতে পারলেন না বিজেপি প্রার্থী অশোক মণ্ডলও। কথায় বলে ‘মর্নিং শো’স দ্য ডে’। মঙ্গলবার সকালে দিনহাটা কলেজে ভোট গণনা শুরু হতেই ইঙ্গিত মিলেছিল, এই দিনটা দিনহাটার তৃণমূল প্রার্থী উদয়ন গুহ-র।


ইভিএম খুলতেই উসেইন বোল্টের গতিতে প্রধান প্রতিদ্বন্দ্বী বিজেপির অশোক মণ্ডলকে পিছনে ফেলে দেন উদয়ন গুহ! এরপর গোটা দিন কার্যত ছিল নিয়মরক্ষার গণনা! রাউন্ড যত এগিয়েছে উদয়ন গুহর ব্যবধানও বেড়েছে পাল্লা দিয়ে। দিনের শেষে বিজেপি প্রার্থীকে ১ লক্ষ ৬৩ হাজার ৫ ভোটে হারিয়ে দিলেন তৃণমূল প্রার্থী।