Aadhaar Act Violations : আধার আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ক্ষমতা UIDAI-কে, জরিমানা হতে পারে ১ কোটি টাকা

UIDAI Finally Gets the Power : ইউনিক আইডেনটিফিকেশন অফ ইন্ডিয়া বা UIDAI-কে অ্যাডজুডিকেটিং(ন্যায়নির্ণয় করা) অফিসার নিয়োগ করার অধিকার দিল সরকার। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

Continues below advertisement

নয়া দিল্লি : আধার আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আরও কড়া কেন্দ্র। ইউনিক আইডেনটিফিকেশন অফ ইন্ডিয়া বা UIDAI-কে অ্যাডজুডিকেটিং(ন্যায়নির্ণয় করা) অফিসার নিয়োগ করার অধিকার দিল সরকার। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। প্রয়োজনে এক কোটি টাকা পর্যন্ত জরিমানার কথাও বলা হয়েছে। আইন পাশ হওয়ার প্রায় দুই বছর পর এই পদক্ষেপ কেন্দ্রের।  

Continues below advertisement

গতকাল সরকার ইউআইডিএআই (জরিমানার বিচার) বিধি, ২০২১ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে। যার অধীনে ইউআইডিএআই আইন বা ইউআইডিএআই-এর নির্দেশাবলী মেনে চলতে ব্যর্থ হলে আধার ইকোসিস্টেমের আওতায় থাকা কারও বিরুদ্ধে অভিযোগ জানানো যেতে পারে। এব্যাপারে সিদ্ধান্ত নেবে UIDAI কর্তৃক নিযুক্ত অ্যাডজুডিকেটিং(ন্যায়নির্ণয় করা) অফিসার। এমনকী এক কোটি টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। সরকার আধার ও অন্যান্য (সংশোধনী) আইন, ২০১৯ এনেছিল যাতে ইউআইডিএআই নিয়ন্ত্রকের ক্ষমতা পায়। অথচ আধার আইন তার বর্তমান আকারে, ইউআইডিএআইকে প্রয়োগমূলক ব্যবস্থা নেওয়ার ক্ষমতা দেয় না।

আরও পড়ুন ; Aadhaar-এর সঙ্গে PAN Card যোগের সময়সীমা বাড়ল, জেনে নিন শেষ তারিখ

এই পরিস্থিতিতে ২ নভেম্বরের বিজ্ঞপ্তিতে বলা হয় , একজন  অ্যাডজুডিকেটিং(ন্যায়নির্ণয় করা) অফিসার ভারত সরকারের যুগ্ম সচিব পদমর্যাদার নিচে থাকবেন না। তাঁর দশ বছর বা তার বেশি অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়া কমপক্ষে তিন বছরের আইন, ম্যানেজমেন্ট, তথ্যপ্রযুক্তি ও বাণিজ্য- যে কোনও বিষয়ে প্রাসঙ্গিক অভিজ্ঞতা থাকবে।

আরও পড়ুন ; আধার কার্ডে 'উঠে যাচ্ছে' বাবা-স্বামীর নাম, সম্পর্কের বদলে থাকবে 'কেয়ার অফ'

এজন্য UIDAI একজন অফিসারকে মনোনীত করতে পারে। তিনি প্রেজেন্টিং অফিসার হিসেবে কাজ করবেন। যিনি কর্তৃপক্ষের তরফে অ্যাডজুডিকেটিং অফিসারের কাছে বক্তব্য উপস্থাপনা করবেন। অ্যাডজুডিকেটিং অফিসার ক্ষতিপূরণ ঘোষণার আগে অভিযুক্তকে নোটিস পাঠাতে পারেন। আইন না মানার জন্য কেন তাঁকে জরিমানা করা হবে না তার ব্যাখ্যা চাইতে পারেন। অ্যাডজুকেটিং অফিসার জরিমানা করার পর সেই টাকা UIDAI-এর ফান্ডে জমা করতে হবে। 

Continues below advertisement
Sponsored Links by Taboola