দেহরাদূন: খাদে বাস (Bus Fell Into Ditch) পড়ে প্রাণ হারালেন ২ জন (2 Died), জখম অন্তত ২২। উত্তরাখণ্ডের (Uttarakhand Accident) মুসৌরি-দেহরাদূন রোডে ঘটনাটি ঘটে। ইন্দো-টিবেটান বর্ডার পুলিশের সাহায্যে সকলকে উদ্ধার করা গিয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। কিন্তু সপ্তাহান্তে এমন একটি ঘটনায় শোকের পরিবেশ এলাকায়। 


কী জানা গেল?
প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, মুসৌরি-দেহরাদূন রোড দিয়ে যাওয়ার সময় ভারসাম্য হারিয়ে খাদ পড়ে যায় বাসটি। খবর পেতেই আইটিবিপি-র পাশাপাশি স্থানীয় প্রশাসন এবং দমকলও উদ্ধারকাজে এগিয়ে আসে। পরে জানা যায়, দুই মহিলা যাত্রীর মৃত্যু হয়েছে। তিন জনের অবস্থা আশঙ্কাজনক। জখম প্রত্যেকেরই হাসপাতালে চিকিৎসা চলছে। প্রসঙ্গত, মার্চের শেষ দিকেই উত্তরাখণ্ডের চম্পাওয়াত জেলার থুলিগড় গ্রামেও বড়সড় দুর্ঘটনা ঘটে। সে বার বাসের তলায় চাপা পড়ে মারা যান ৫ পুণ্যার্থী। একটি ধর্মীয় মেলা থেকে ফিরছিলেন তাঁরা।


কী ঘটেছিল?
পুলিশ জানায়, নিহতদের তিন জন মহিলা। তা ছাড়া সাত জন আহতও হয়েছিলেন। নিহতরা উত্তরপ্রদেশের বদায়ুঁ এবং বাহরাইচ জেলার বাসিন্দা। ধর্মীয় মেলা উপলক্ষ্য়ে উত্তরাখণ্ডে চম্পাওয়াতে এসেছিলেন। বস্তুত ইন্দো-নেপাল সীমান্তে অবস্থিত মা পুর্ণাগিরি মন্দির ও সেই উপলক্ষ্যে মেলায় কাতারে কাতারে ভক্তের জমায়েত হয় প্রতি বছরই। পুলিশ জানায়, এই বারের দুর্ঘটনাটি ঘটেছিল মেলা প্রাঙ্গনের পার্কিং চত্বরে। বেসরকারি বাসের ড্রাইভার যখন ওই চত্বরে বাস পার্ক করছিলেন তখনই ঘটনাটি ঘটে। কোনও কারণে বাসটি থামার পরিবর্তে মেলাপ্রাঙ্গণের মধ্য়েই থাকা একটি খাড়াই অংশের দিকে এগিয়ে যায়। তখনই বাসের নিচে চাপা পড়ে মারা যান বহু পুণ্যার্থী। পুলিশের দাবি, ঘটনাস্থলেই চার জনের মৃত্যু হয়েছিল। এক জন পরে মারা যান। জখমদের দ্রুত একটি হাসপাতালে ভর্তি করা হয়। নিহতদের পরিবারের জন্য সরকারি ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছিল। মুখ্য়মন্ত্রী পুষ্কর সিংহ ধামিও শোকপ্রকাশ করেন।  কিন্তু এত বড় মেলা ঘিরে পুলিশ-প্রশাসনের নজরদারি ও নিরাপত্তা কোথায়? প্রশ্ন উঠেছিল তখনই। যদি চাপে পড়ে উত্তরাখণ্ড প্রশাসন আশ্বাস দেয়, সুরক্ষার ব্যবস্থা করা হবে। এদিনের ঘটনার পর ফের প্রশ্নের মুখে উত্তরাখণ্ডের নিরাপত্তা ব্যবস্থা।  মুসৌরি-দেহরাদূন রোড অত্য়ন্ত ব্য়বহৃত একটি সড়ক। সেখানে কি যথেষ্ট নজরদারি ছিল না? থাকলে কী ভাবে ঘটল দুর্ঘটনা? সাহায্য় পৌঁছতেও বা কতটা সময় লাগল? শোকের আবহে এখন নানা প্রশ্ন।


আরও পড়ুন:বাটলার, জয়সবাল, স্য়ামসনের অর্ধশতরানে ২০৩ বোর্ডে তুলল রাজস্থান