কলকাতা: সল্টলেকের সেন্ট্রাল পার্কের কাছে পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রো রেলের পিলারে ধাক্কা বেসরকারি বাসের। আহত বহু যাত্রী, ভর্তি করা হয়েছে বিধাননগর হাসপাতালে। অন্য বাসের রেষারেষি করতে গিয়ে দুর্ঘটনা। উল্টোডাঙার দিকে যাচ্ছিল দুর্ঘটনাগ্রস্ত ২১৫এ রুটের বাসটি। ওই রুটের অন্য বাসের সঙ্গে রেষারেষি করতে গিয়ে বিপত্তি ঘটে।

বিস্তারিত শীঘ্রই...