কলকাতা : বাংলার ধূপগুড়ির সহ ৬টি রাজ্য়ের ৭ টি বিধানসভা কেন্দ্রে উপ নির্বাচনের ফলাফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ে বিজেপিকে টেক্কা দিল বিরোধীরা। বাংলার ধূপগুড়ি সহ মোট ৪ টি আসনে জিতেছে বিরোধীরা। আর ৩ টি আসন গিয়েছে বিজেপির ঝুলিতে। যে জয়ের পর তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'সাতটা সিটে ইলেকশন হয়েছে। তার মধ্যে চারটে সিটে বিজেপি হেরেছে। আর উত্তরপ্রদেশের মতো জায়গাতেও হেরেছে। জিতেছে যে তিনটে তার মধ্যে দুটো ত্রিপুরা। কাউকে লড়তেই দেয়নি। সে আবার পুরো সম্পূর্ণ ৯০% ভোটে।'


'ইন্ডিয়া' জোট গঠন হওয়ার পর যোগী রাজ্য় উত্তরপ্রদেশে প্রথমবার লড়াইটা ছিল 'NDA  বনাম INDIA'। আর সেখানেই বাজিমাত করল INDIA। মঙ্গলবার উপনির্বাচনের লাইনে দাঁড়ায় উত্তরপ্রদেশের মৌ জেলার ঘোসি (Ghosi)। ২০২২-এর বিধানসভা ভোটে এই কেন্দ্রে ২২ হাজার ২১৬ ভোটে বিজেপি প্রার্থী বিজয় কুমার রাজবরকে হারিয়েছিলেন সমাজবাদী পার্টির দারা সিং চৌহান। কিন্তু পরের বছরই পদত্যাগ করে বিজেপিতে ফেরত যান তিনি। সমাজবাদী পার্টি ছেড়ে আসা সেই দারা সিং চৌহানকেই উপনির্বাচনে প্রার্থী করে বিজেপি। অন্যদিকে সমাজবাদী পার্টির প্রার্থী সুধাকর সিংকে সমর্থন করে ইন্ডিয়া জোটের শরিক কংগ্রেস, সিপিআইএম, সিপিআই, আরএলডি, আপ ও সিপিআইএমএল। ঘোসিতে খোদ যোগী আদিত্য়নাথ এবং তাঁর মন্ত্রিসভার প্রায় ১ ডজন হেভিওয়েট মন্ত্রী প্রচারে নেমেছিলেন। কিন্তু, শেষ অবধি এনডিএকে ধরাশায়ী করল ইন্ডিয়া। 


তবে পড়শি রাজ্য় ত্রিপুরায় দুর্দান্ত কামব্যাক করল গেরুয়া শিবির। সিপিএমের হাত থেকে বক্সনগর ছিনিয়ে নিয়ে পদ্ম ফোটাল বিজেপি। এই রাজ্যের ধনপুর কেন্দ্রটিও ধরে রাখল তারা। যদিও বিজেপি-র বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে আগেই গণনা বয়কটের ডাক দেয় সিপিএম। ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এই দুই বিধানসভায় লড়াই ছিল মূলত সিপিএম ও বিজেপির। ইন্ডিয়া জোটকে গুরুত্ব দিয়ে ত্রিপুরার দুটি আসনে প্রার্থী না দিয়ে বামেদের সমর্থন করে কংগ্রেস। প্রার্থী দেয়নি ত্রিপুরার বিরোধী দল তিপ্রা মোথাও। 


অন্যদিকে, কেরলের কোট্টায়াম জেলার পুথুপল্লি বিধানসভা কেন্দ্রটি বিপুল মার্জিনে জিতে হাতে রাখল কংগ্রেস। গতবার সিপিএম প্রার্থীকে ৯ হাজার ৪৪ ভোটে হারিয়েছিলেন কংগ্রেসের উম্মেন চান্ডি। তাঁর মৃত্য়ুর পর এবার উপনির্বাচনে তাঁর ছেলে চান্ডি উম্মেনকে প্রার্থী করে কংগ্রেস। রেকর্ড ৩৭ হাজার ৭১৯ ভোটে সিপিএম প্রার্থীকে পরাজিত করেন কংগ্রেস প্রার্থী। কেরলে এখনও অবধি কোনওদিন দাগ কাটতে পারেনি বিজেপি। এবারের উপ নির্বাচনেও বিজেপি প্রার্থী পান মাত্র ৬ হাজার ৫৫৮টি ভোট। 


JMM-কংগ্রেস ও RJD জোট শাসিত ঝাড়খণ্ডেও উপনির্বাচনে ইন্ডিয়ার জয়জয়কার। এনডিএ প্রার্থী যশোদা দেবীকে ১৭ হাজারেরও বেশি ভোটে হারালেন কংগ্রেস সমর্থিত ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বেবি দেবী। এদিকে, উত্তরাখন্ডের বাগেশ্বর বিধানসভা কেন্দ্রে গতবার জয়ী হয়েছিলেন ক্যাবিনেট মন্ত্রী চন্দন রাম দাস। তার মৃত্য়ুতে ৫ সেপ্টেম্বর এই আসনে উপনির্বাচন হয়। কংগ্রেসের কড়া টক্কর সত্ত্বেও এবারও বাগেশ্বর ধরে রাখল বিজেপি।


আরও পড়ুন- ধূপগুড়িতে জামানত বাজেয়াপ্ত বাম প্রার্থীর, 'মানুষ মনে করেননি আমরা পারব' আত্ম পর্যালোচনা সুজনের


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial