নয়াদিল্লি: ত্রিপুরার বক্সনগর, ধনপুরে জয়ী বিজেপি ( Dhanpur By Election Result 2023)।শেষ অবধি পাওয়া খবর, উত্তরপ্রদেশে অ্যাডভান্টেজ 'ইন্ডিয়া' জোট।  উত্তরপ্রদেশের ঘোসি কেন্দ্রে উপনির্বাচনে এগিয়ে সমাজবাদী পার্টি।


ত্রিপুরার বক্সনগর, ধনপুরে জয়ী বিজেপি


শেষ অবধি পাওয়া খবরে, দ্বিতীয় রাউন্ড গণনা শেষে এগিয়ে অখিলেশের দল। কেরলের পুথুপল্লিতে এগিয়ে কংগ্রেস। ত্রিপুরার বক্সনগরে জয়ী বিজেপি, ধনপুরেও অনেক এগিয়ে গেরুয়া প্রার্থী। ধনপুরে  ১৮ হাজারের বেশি ভোটে এগিয়ে বিজেপি। ভোটে সন্ত্রাসের অভিযোগে গণনা বয়কট বামেদের। আজ বিজেপি শাসিত ত্রিপুরার ২টি কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা । তার আগে বিজেপি-র বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ এবং নির্বাচন কমিশন পুনর্নির্বাচনের দাবি না মানায়,গণনা বয়কটের ডাক দিয়েছে সিপিএম। ত্রিপুরার যে ২টি কেন্দ্রে উপনির্বাচন, তার মধ্যে বক্সনগরে শেষবার জিতেছিল সিপিএম।আর ধনপুরে জিতেছিল বিজেপি। এবার এই ২ কেন্দ্রেই প্রার্থী দেয়নি ত্রিপুরার প্রধান বিরোধী দল টিপ্রামোথা। (Bypoll Results 2023) 


আজ বিজেপি শাসিত ত্রিপুরার ২টি কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা


একইভাবে বিজেপি শাসিত উত্তরাখণ্ডের বাগেশ্বর যোগীরাজ্য উত্তরপ্রদেশের ঘোসি, JMM-কংগ্রেস-RJD জোট শাসিত ঝাড়খণ্ডের ডুমরি এবং বাম শাসিত কেরলের পুথুপল্লি বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা হবে শুক্রবার। উল্লেখ্য কেরলের পুথুপল্লি থেকে টানা ৫ দশক বিধায়ক ছিলেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী উম্মেন চাণ্ডি। তাঁর মৃত্যুতে এই কেন্দ্রের উপনির্বাচন হয়েছে। 


বক্সনগরে শেষবার জিতেছিল সিপিএম


উল্লেখ্য, ৬ রাজ্যের ৭ বিধানসভায় উপনির্বাচনের ফল (Bypoll Results 2023) ঘোষণা। ত্রিপুরার যে ২টি কেন্দ্রে উপনির্বাচন, তার মধ্যে বক্সনগরে শেষবার জিতেছিল সিপিএম। আর ধনপুরে জিতেছিল বিজেপি। এবার এই ২ কেন্দ্রেই প্রার্থী দেয়নি ত্রিপুরার প্রধান বিরোধী দল টিপ্রামোথা। একইভাবে বিজেপি শাসিত উত্তরাখণ্ডের বাগেশ্বর যোগীরাজ্য উত্তরপ্রদেশের ঘোসি, JMM-কংগ্রেস-RJD জোট শাসিত ঝাড়খণ্ডের ডুমরি এবং বাম শাসিত কেরলের পুথুপল্লি বিধানসভা উপনির্বাচনের ফল ঘোষণা হবে শুক্রবার। উল্লেখ্য কেরলের পুথুপল্লি থেকে টানা ৫ দশক বিধায়ক ছিলেন কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী উম্মেন চাণ্ডি। তাঁর মৃত্যুতে এই কেন্দ্রের উপনির্বাচন হয়েছে। 


আরও পড়ুন, ধূপগুড়িতে পোস্টাল ব্যালট গণনায় এগিয়ে বিজেপি প্রার্থী তাপসী রায়, উত্তরপ্রদেশে এগিয়ে কে ?


(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)