কলকাতা: তিনদিন পরই শুরু হয়ে যাচ্ছে পাঁচ রাজ্যের বিধানসভা ভোট (Assembly Election)। লোকসভা ভোটের (Loksabha Vote) আগে এই পাঁচ রাজ্যের ভোটকে সেমিফাইনাল হিসেবেই দেখছেন বিশেষজ্ঞরা। কিন্তু, এই রাজ্যগুলির ভোটাররা কী ভাবছেন? তার আভাস পেতে সমীক্ষা চালিয়েছে সি ভোটার। দেখে নেব, কী উঠে এসেছে সেই সমীক্ষায়।       


কয়েক মাস পরই লোকসভা ভোট। পর্যবেক্ষকদের মতে, সেই নির্বাচন যদি ফাইনাল হয়, তাহলে সেমিফাইনাল হল- রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, মিজোরাম তেলঙ্গানা- এই ৫ রাজ্যের বিধানসভা ভোট। ৭ তারিখ শুরু হচ্ছে এই ভোট পর্ব। ২০১৮ সালে এই পাঁচ রাজ্যের মধ্যে ৩ রাজ্যেই জিতেছিল কংগ্রেস।


মিজোরামে সরকার গড়েছিল NDA-র শরিক MNF আর তেলঙ্গানায় ক্ষমতায় এসেছিল কেসিআর-এর দল। কিন্তু, এবার এই পাঁচ রাজ্যে কী হবে? কী ভাবছেন ভোটাররা? তার আভাস পেতেই সমীক্ষা চালিয়েছে সি ভোটার। 


১৯৯৩ থেকে রাজস্থানে একটানা ৫ বছরের বেশি ক্ষমতায় থাকেনি কোনও দল।  সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, এবারও সেই ধারা অক্ষুণ্ণ রেখে কংগ্রেসের থেকে মরুরাজ্যে ছিনিয়ে নিতে পারে বিজেপি। 


রাজস্থানের ২০০টি আসনের মধ্যে বিজেপি পেতে পারে ১১৪ থেকে ১২৪টি আসন। গতবারের জয়ী কংগ্রেস পেতে পারে ৬৭ থেকে ৭৭টি আসন। অন্যান্য দল ৫ থেকে ১৩টি আসন পেতে পারে। 


গত বিধানসভা ভোটে, মধ্যপ্রদেশে কংগ্রেস জিতলেও, পরে দল ভাঙিয়ে, সেখানে ক্ষমতা দখল করে বিজেপি। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, এবারও মধ্যপ্রদেশে কমল অর্থাৎ পদ্মকে টেক্কা দিতে পারেন কংগ্রেসের কমলনাথ। সমীক্ষা বলছে, মধ্যপ্রদেশে ২৩০টি আসনের মধ্যে ১১৮ থেকে ১৩০টি আসনে জিতে ক্ষমতায় আসতে পারে কংগ্রেস। ৯৯ থেকে ১১১টি আসন পেতে পারে বিজেপি। সর্বোচ্চ ২টি আসন যেতে পারে অন্য়দের ঝুলিতে।


ছত্তীসগঢ়েও গত বিধানসভা ভোটে জিতেছিল বিজেপি। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, এবারও ছত্তীসগঢ়ের ৯০টি আসনের মধ্য়ে ৪৫ থেকে ৫১টিতে জিতে ক্ষমতায় আসতে পারে কংগ্রেস। বিজেপি জিততে পারে ৩৬ থেকে ৪২টি আসনে। অন্যান্য দল ২ থেকে ৫টি আসন পেতে পারে।


২০১৮ সালে মিজোরামে ক্ষমতায় এসেছিল NDA-র শরিক দল MNF। সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, এবারও মিজোরামের ৪০টি আসনের মধ্যে ১৭ থেকে ২১টি আসনে মিজো ন্যাশনাল ফ্রন্ট বা MNF জিততে পারে। ZPM বা জোরাম পিপলস্ মুভমেন্ট পেতে পারে ১০ থেকে ১৪টি আসন। কংগ্রেস পেতে পারে ৬ থেকে ১০টি আসন। সর্বোচ্চ ২টি আসনে জিততে পারে অন্যান্য দল।


সি ভোটারের সমীক্ষা অনুযায়ী, তেলঙ্গানার ১১৯টি আসনের মধ্যে কেসিআর-এর দল ভারত রাষ্ট্র সমিতি ৪৯ থেকে ৬১টি আসনে জিততে পারে। কংগ্রেস ৪৩ থেকে ৫৫ টি আসন পেতে পারে। বিজেপি ৫ থেকে ১১ এবং অন্যান্য দল ৬ থেকে ৮টি আসনে জিততে পারে। 


শেষ অবধি সমীক্ষার আভাস বাস্তবের সঙ্গে কতটা মেলে, তা বোঝা যাবে ৩ ডিসেম্বর ৫ রাজ্যে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিন।