কলকাতা: আজকাল সোশ্যাল মিডিয়া (Social Media) ছাড়া এক মুহূর্তও চলা দায়। প্রচারের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম সোশ্যাল মিডিয়া। তা কোনও ছবির ক্ষেত্রেই হোক, বা কোনও তারকার নিজস্ব প্রচারই হোক। তারকা, প্রযোজনা সংস্থা তো বটেই, সাধারণ মানুষও সোশ্যাল মিডিয়ায় তাঁদের জীবনের প্রত্যেক মুহূর্তের আপডেট শেয়ার করতে বেশ পছন্দ করেন। শুধু নিজেদের কাজই নয়, নিজেদের দৈনন্দিন জীবনের টুকরো মুহূর্তও সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নেন তারকারা। আর সেসব দেখতে মুখিয়ে থাকেন অনুরাগীরা। টলিউড (Tollywood) থেকে বলিউড (Bollywood)... প্রায় প্রত্যেক তারকাই এখন সোশ্যাল মিডিয়ায় ভীষণভাবে সক্রিয়। আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব সেই সব সোশ্যাল মিডিয়া পোস্টকে, যা নজর কাড়ল আলাদাভাবে। সে প্রচারই হোক বা নিছক আলসে মুহূর্ত.. টলিউড থেকে বলিউড, আমরা প্রতিদিন খুঁজে নেওয়ার চেষ্টা করব, বিনোদন দুনিয়ার সোশ্যালের সেরা খবরগুলোকে।
রাজু হিরানির 'উল্লু কে পটঠো'দের ছবি প্রকাশ শাহরুখ খানের
বছর প্রায় শেষের মুখে। আর শাহরুখ (Shah Rukh Khan) অনুরাগীদের উত্তেজনাও তুঙ্গে। বছরের শুরুতে তাঁরা পেয়েছিলেন 'পাঠান' (Pathaan)। বছরের মাঝে এল 'জওয়ান' (Jawan)। এবার তাঁরা কোমর বাঁধছেন বছর শেষের 'ডাঙ্কি'র (Dunki) জন্য। গত ২ নভেম্বর, কিং খানের ৫৮তম জন্মদিন উপলক্ষ্যে প্রকাশ্যে আসে রাজু হিরানির (Rajkumar Hirani) ছবির প্রথম ঝলক। কাদের দেখা যাবে অভিনয়ে, ঝলক মেলে তারও। তারপর থেকেই উত্তেজনা কয়েক গুণ বেড়েছে দর্শকের। আজ প্রকাশ্যে এল 'ডাঙ্কি'র নতুন দুই পোস্টার। মজার ঢঙে সকলের সঙ্গে আলাপ করালেন কিং খান। দুটি পোস্টার শেয়ার করে অভিনেতা লেখেন, 'আমাদের ঠিক তেমনই দেখতে লাগছে যেমন রাজু স্যার তাঁর 'উল্লু কে পটঠো'দের কল্পনা করেছিলেন... এঁদের সম্পর্কে অনেক কিছু শেয়ার করা বাকি আছে...।'
ম্যাথু পেরির শেষকৃত্যে উপস্থিত ৫ 'ফ্রেন্ডস'
ভাঙন ধরেছে 'ফ্রেন্ডস'-দের (F.R.I.E.N.D.S) মধ্যে। শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, ম্যাথু পেরি (Matthew Perry)। ছেড়ে গেছেন তাঁর বাকি পাঁচ বন্ধুকে। সারা বিশ্বকে কাঁদিয়ে গত ২৮ অক্টোবর প্রয়াত হন সবার প্রিয়, সদাহাস্যময় চ্যান্ডলার বিং (Chandler Bing)। শুক্রবার, ৩ নভেম্বর, ম্যাথুর শেষকৃত্যে হাজির হয়েছিলেন বাকি 'ফ্রেন্ডস'রা। শুক্রবার, লস অ্যাঞ্জেলসের হিলসে 'ফরেস্ট লন চার্ট'-এ ম্যাথু পেরির শেষকৃত্যের আয়োজন করা হয়। অবশ্যই উপস্থিত ছিলেন তাঁর পরিবারের সদস্যরা। 'দ্য নিউ ইয়র্ক পোস্ট'-এর প্রতিবেদন অনুযায়ী, ম্যাথু পেরির সৎ বাবা কিথ মরিসন ও বাবা জন বেনেট পেরিকে দেখতে পাওয়া যায় বাইরে। উল্লেখযোগ্য, এই কবরস্থানের উল্টোদিকেই ওয়ার্নার ব্রাদার্স স্টুডিওজ। সেখানেই এক দশক ধরে বিশ্বখ্যাত সিটকম 'ফ্রেন্ডস'-এর শ্যুটিং করেছিলেন ম্যাথু পেরি ও তাঁর পাঁচ বন্ধু। ভাইরাল হওয়া ভিডিওয় এদিন জেনিফার অ্যানিস্টন (Jennifer Aniston), লিসা কুদ্রো (Lisa Kudrow), কর্টনি কক্স (Courteney Cox), ম্যাট লেব্লাঙ্ক (Matt LeBlanc) ও ডেভিড স্ক্রুমারকে (David Schwimmer) দেখা যায় একসঙ্গে কালো পোশাক পরে পৌঁছতে।
আরও পড়ুন: 'Dunki': রাজু হিরানির 'উল্লু কে পটঠো'দের ছবি প্রকাশ করলেন 'হার্ডি' শাহরুখ খান, বড়দিনে আসছে 'ডাঙ্কি'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন