নয়াদিল্লি ও কলকাতা: ইস্ট ওয়েস্ট মেট্রোর বাজেট বরাদ্দ বাড়াল কেন্দ্রীয় সরকার। বরাদ্দ বেড়ে হয়েছে ৮ হাজার ৫৭৫ কোটি টাকা।
কেন্দ্রীয় মন্ত্রিসভা বাজেট বরাদ্দ বৃদ্ধিতে অনুমোদন দিয়েছে। সেইসঙ্গে আগামী বছরের ডিসেম্বরের মধ্যে প্রকল্প শেষের মেয়াদ ধার্য হয়েছে। এমনটাই ইস্ট ওয়েস্ট মেট্রো সূত্রে খবর।
এরইমধ্যে ইস্ট ওয়েস্ট মেট্রোর ধর্মতলা থেকে শিয়ালদা পর্যন্ত একদিকের সুড়ঙ্গ খোঁড়ার কাজ শেষ হচ্ছে শুক্রবার। এরফলে ওইদিনই হাওড়া ময়দান থেকে ফুলবাগান পর্যন্ত সুড়ঙ্গ খোলার কাজ শেষ হয়ে যাবে। এখন উর্বী নামে যে টানেল বোরিং মেশিন বা টিবিএম দিয়ে সুড়ঙ্গ খোঁড়ার কাজ চলছে, সেটি শিয়ালদা এলাকায় পৌঁছে গিয়েছে।
ইস্ট ওয়েস্ট মেট্রো সূত্রে খবর, শিয়ালদা স্টেশন পর্যন্ত সুড়ঙ্গ খোঁড়ার কাজ শেষ হলে ক্রেনের সাহায্যে টিবিএম-টিকে পাশের টানেলে বসানো হবে। তারপর শুরু হবে শিয়ালদা থেকে বৌবাজার পর্যন্ত আর এক দিকে সুড়ঙ্গ খোঁড়ার কাজ। যে কাজ শুরু হতে ডিসেম্বরে।
ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে ধর্মতলা থেকে শিয়ালদার দিকে সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু হয় ২০১৯-এর মার্চে। গত বছরের অগাস্টের শেষে সুড়ঙ্গে বিপর্যয়ের কারণে বন্ধ হয় কাজ। তারপর হাইকোর্টের নির্দেশে ফের কাজ শুরু হয় এ বছরের জানুয়ারিতে।
ইস্ট ওয়েস্ট মেট্রো সূত্রে খবর, সুড়ঙ্গ খোঁড়ার কাজ শুরু করে চণ্ডী ও উর্বী নামে দু’টি টিবিএম। কিন্তু সুড়ঙ্গের মধ্যেই অকেজো হয়ে পড়ে চণ্ডী।
এ বছর অগাস্টের শেষ থেকে উর্বীই সুড়ঙ্গ খোঁড়ার পুরো কাজ করেছে। আবার শিয়ালদা থেকে বৌবাজার চণ্ডীর অসমাপ্ত সুড়ঙ্গ খোঁড়ার কাজও শেষ করবে উর্বী।