ঝাড়গ্রাম: ঝাড়গ্রামে কোভিড সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা মোকাবিলায় একাধিক সতর্কতামূলক পদক্ষেপের ঘোষণা করলেন তিনি।


এদিন ঝাড়গ্রামে প্রশাসনিক সভায় মমতা বলেন, ‘লাগোয়া রাজ্য ঝাড়খণ্ড। সেখান থেকে লরি আসে এই রাজ্যে। তাই ঝাড়গ্রামে বিশেষভাবে সাবধানে থাকা দরকার।’


মুখ্যমন্ত্রীর মতে, কোভিড মোকাবিলায় একমাত্র উপায় সাবধান হওয়া। প্রশাসনকে মানবিক চেহারা নিয়ে সচেতনতার প্রসার করতে হবে বলেও মনে করেন তিনি। বলেন, ‘এখানকার মানুষ মাস্ক পরছে না। মাস্ক পরার জন্য সচেতনতা বাড়াতে হবে। মাস্ক কেনার পয়সা না থাকলে কিনে দিতে হবে। এরজন্য প্রশাসনকে উদ্যোগ নিতে হবে।


মুখ্যমন্ত্রীর জানান, লরি চালকদের থেকে যাতে কোনও ভাবে সংক্রমণ না ছড়ায়, তার ওপর বিশেষ নজর দিতে হবে। এক্ষেত্রে তাঁর দাবি, ‘নির্দিষ্ট জায়গায় লরির স্টপেজ করতে হবে যাতে লরি চালকদের মাধ্যমে সংক্রমণ না ছড়ায়। তিনি বলেন, টোল প্লাজায় লরির চাকার ফরেন্সিক টেস্ট করতে হবে। পুলিশকে বলছি, গ্রামের রাস্তা দিয়ে ট্রাক যেতে দেবেন না।’


অন্যদিকে, জেলার উন্নয়নেও একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেন তিনি। বলেন, পতিত জমি একসঙ্গে করে নতুন প্রকল্প হচ্ছে। তাতে একশ দিনের কাজের সংস্থান হচ্ছে। পতিত জমিকে বিভিন্নভাবে কাজে লাগানো হবে। পতিত জমিকে উর্বর করে কাজে লাগানো হচ্ছে। এই প্রকল্পে প্রায় ২.৫ লক্ষ কর্মসংস্থান হবে।


মমতা যোগ করেন, ‘এই আমলে সাড়ে ৩ লক্ষ কিমি রাস্তা তৈরি হয়েছে। মাওবাদী ছেলে-মেয়েদের মূলস্রোতে ফেরানো হয়েছে। তাদের চাকরির ব্যবস্থা করা হয়েছে।’