নয়াদিল্লি: চিফ অফ ডিফেন্স স্টাফ (সিডিএস) পদকে মঙ্গলবার সবুজ সঙ্কেত দিল কেন্দ্র। এদিন দুপুরে বসেছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন নিরাপত্তা-সংক্রান্ত কেন্দ্রীয় মন্ত্রিসভার (সিসিএস) বৈঠক। সেখানেই অনুমোদন দেওয়া হয় বহু-প্রতিক্ষিত সিডিএস পদকে। একইসঙ্গে, এই পদের নিয়ম ও শর্তাবলিও রূপায়িত হয়। সূত্রের খবর, সরকারের কাছে ‘সিঙ্গল পয়েন্ট মিলিটারি অ্যাডভাইসার’ হবেন সিডিএস। সূত্রের খবর, প্রথম সিডিএস হতে চলেছেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত।
সিডিএস-এর দায়িত্ব কী হবে, সেই নিয়ে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের নেতৃত্বে একটি কমিটি গঠিত হয়েছিল। সেই কমিটি এদিন তাদের রিপোর্ট পেশ করে। এদিন ওই রিপোর্ট অনুমোদন করে নিরাপত্তা সংক্রান্ত মন্ত্রিসভা। জানা গিয়েছে, সিডিএস হিসেবে সামরিক বিষয়ক দফতরকে নেতৃত্ব দেবেন একজন ফোর-স্টার জেনারেল পদমর্যাদার অফিসার।
বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভড়েকর বলেন, তিন সামরিক বাহিনীর প্রধানের সমতূল্য বেতন পাবেন প্রতিরক্ষামন্ত্রকের অধীনস্থ সিডিএস। সচিব পর্যায়ের কার্যক্ষমতা থাকবে তাঁর। সিডিএস গঠনের দাবি প্রথম উঠেছিল কার্গিল যুদ্ধের পর। সেই সময় কার্গিল রিভিউ কমিটি প্রথম এই দাবি পেশ করেছিল। আজ ২০ বছর পর, তা দিনের আলো দেখল।
সিডিএস-এর প্রধান চ্যালেঞ্জ হল তিন বাহিনীর প্রধানের মধ্যে সমন্বয় গড়ে তোলা। যেমন, যৌথ উদ্যোগে কয়েকটি থিয়েটার কমান্ড গড়ে তোলা এবং অভিযানে সমন্বয় আনার জন্য একে অপরের সম্পদ বণ্টন করে নেওয়া। বাহিনীর কার্যকারিতার প্রধান হবেন সংশ্লিষ্ট প্রধান। তবে, তিন বাহিনীর প্রশাসনিক দিকটি দেখবেন সিডিএস।
এদিনের সিদ্ধান্তকে ঐতিহাসিক বলে উল্লেখ করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। তিনি বলেন, সশস্ত্র বাহিনীর সমন্বয় গড়ে তোলাই সিডিএস-এর প্রধান লক্ষ্য। প্রসঙ্গত, বর্তমানে ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের অধীনে সমন্বয় বজায় রাখেন তিন প্রধান।