নয়াদিল্লি: মঙ্গলবার প্রকাশিত আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে পয়লা নম্বর জায়গা ধরে রাখলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি। ডিসেম্বরের প্রথম সপ্তাহেই অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে সরিয়ে প্রথম স্থানে ফের উঠে এসেছিলেন কোহলি। আইসিসি-র সাম্প্রতিক র‌্যা ঙ্কিংয়ে এক নম্বরেই থাকলেন কোহলি। স্মিথের রেটিং পয়েন্ট ৯২৮। কোহলি ১৭ পয়েন্টে এগিয়ে স্মিথের থেকে।
পাকিস্তানের বাবর আজম তিন ধাপ এগিয়ে ভারতের টেস্ট দলের সহ অধিনায়ক আজিঙ্কা রাহানেকে সরিয়ে র‌্যাঙ্কিংয়ে  ষষ্ঠ স্থানে উঠে এসেছেন। এটাই তাঁর কেরিয়ারের সেরা র‌্যাঙ্কিং। সম্প্রতি করাচিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্টে শতরান করেন আজম।
র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। চেতেশ্বর পূজারা চতুর্থ স্থানে। পঞ্চম অস্ট্রেলিয়ার মারনাস লাবুশানে।
রাহানে ষষ্ঠস্থান থেকে পিছিয়ে সপ্তম স্থানে। তাঁর পর রয়েছেন যথাক্রমে ডেভিড ওয়ার্নার, জো রুট, রস টেলর। প্রথম ২০ তে আর যে দুই ভারতীয় ব্যাটসম্যান রয়েছেন তাঁরা হলেন মায়াঙ্ক অগ্রবাল (১২) এবং রোহিত শর্মা (১৫)।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে তিন সিরিজ থেকে ৩৬০ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে ভারত। ২১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়া।
শ্রীলঙ্কার বিরুদ্ধে করাচি টেস্টে জিতে পাকিস্তান ৬০ পয়েন্ট পেয়েছে। পয়েন্ট তালিকায় মোট ৮০ পয়েন্ট তাদের। শ্রীলঙ্কার পয়েন্টও ৮০।