নয়াদিল্লি: আরও এক বছর দেশের প্রায় আশি কোটি নাগরিককে বিনামূল্যে রেশন দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় ক্যাবিনেট। শুক্রবার জাতীয় খাদ্য সুরক্ষা আইন (National Food Security Act)-এর অধীনে আরও ৮১.৩ কোটি নাগরিককে রেশন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। 


কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী পীয়ূষ গোয়াল জানিয়েছেন, এই কাজের জন্য মোট ২ লক্ষ কোটি টাকা খরচ হবে, যার পুরোটাই সরকার বহন করবে। 


কতটা পরিমাণ খাদ্যশস্য:
জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে সরকার এখন প্রতি মাসে মাথাপিছু ৫ কেজি খাদ্যশস্য দেয়। ২-৩টাকা প্রতি কেজি দামে। অন্ত্যোদয় অন্ন যোজনার অধীনে থাকা পরিবারগুলি প্রতিমাসে ৩৫কেজি করে খাদ্যশস্য পেয়ে থাকে।


কোভিডের সময় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার মাধ্যমে দেশের দরিদ্র নাগরিকদের বিনামূল্যে রেশন দেওয়া হয়েছে। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত তা দেওয়ার কথা ছিল। তা শেষ হতে চলেছে। এবার জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনেই রেশন বিনামূল্যে দেওয়া হবে। অর্থাৎ সুবিধা একই থাকবে কিন্তু এবার NFSA-এর অধীনে তা চলবে।


 






কী বলেছেন মন্ত্রী:
কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী পীযূষ গোয়েল বলেছেন, 'ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা জাতীয় খাদ্য সুরক্ষা আইনের সঙ্গে মিশে যাবে।' খাদ্যশস্য পেতে উপভোক্তাকে পকেট থেকে টাকা খরচ করতে হবে না। এই সিদ্ধান্তকে নতুন বছরের উপহার হিসেবেও বলা হয়েছে সরকারের তরফে। 


সম্প্রতি সরকারের তরফে জানানো হয়েছে দেশে যথেষ্ঠ পরিমাণে খাদ্যশস্য মজুত রয়েছে। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে রেশন দেওয়ার মতো সামগ্রী রয়েছে। এবার নতুন বছরের আগে দেশের দরিদ্র সহনাগরিকদের জন্য রেশন ব্যবস্থা নিয়ে নয়া খবর দিল কেন্দ্রীয় সরকার।  


আরও পড়ুন: ঋণ জালিয়াতি মামলায় স্বামী-সহ গ্রেফতার ICICI ব্যাঙ্কের প্রাক্তন সিইও ছন্দা কোচার