কলকাতা: ঐশীর ঘোষের সভায় এবার না কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। আজ সেভ ইউনিভার্সিটি সেভ অটোনমি ফোরামের তরফে কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরে ওই সভা করার কথা ছিল। সেখানে উপস্থিত থাকার কথা দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভানেত্রী ঐশী ঘোষের। কিন্তু সভার আগেই বিশ্ববিদ্যালয়ের গেট বন্ধ করে দেওয়া হয়। এই নিয়ে দেখা দেয় উত্তেজনা। উপাচার্য জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে কোনও বহিরগতকে দিয়ে রাজনৈতিক সভা করা ঐতিহ্য বিরোধী। তাই ওই সভার অনুমতি দেওয়া হয়নি। কেউ অনুমতি চায়ওনি। যদি আয়োজক সংগঠনের তরফে জানানো হয়েছে, অনুমতি চেয়ে আবেদন করা হয়েছিল। অনুমতি না পেলেও সভা করা হবে। পরে, অবশ্য বিশ্ববিদ্যালয় গেটের বাইরে সভা হয়। সেখানে বক্তৃতা দেন ঐশী। সেখানে বিজেপিকে তুমুল আক্রমণ করেন জেএনইউ ছাত্র সংসদের সভানেত্রী। বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে তর্কবিতর্ক বন্ধ করে দেওয়া হচ্ছে। প্রতিবাদে ভয় পাচ্ছে আরএসএস-বিজেপি।’ ঐশী মনে করেন, প্রতিবাদ শুরু করতে হবে বিশ্ববিদ্যালয় থেকেই। তিনি বলেন, ‘বাংলাকে আমরা ধর্মের নামে ভাগ হতে দিইনি, আজও দেবনা। সবার জন্য পড়ার অধিকার, পছন্দ নয় আরএসএসের। চোখে চোখ রেখে আরএসএস-কে বলুন, আপনাদের রাজনীতি মানি না। এই লড়াই লম্বা লড়াই, এক হয়ে থেকে লড়তে হবে। পড়ুয়াদের রাস্তায় নেমে আরএসএসের বিরুদ্ধে বলতে হবে। সরকারের বিরুদ্ধে বললেই, দেশভক্তির নামে বন্দি করা হচ্ছে।
অনুষ্ঠানের আগেই বন্ধ হল গেট, ঐশীর ঘোষের সভাকে ‘না’ কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের, বক্তৃতা গেটের বাইরে
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Feb 2020 02:37 PM (IST)
আজ সেভ ইউনিভার্সিটি সেভ অটোনমি ফোরামের তরফে কলকাতা বিশ্ববিদ্যালয় চত্বরে ওই সভা করার কথা ছিল।
NEXT
PREV
খবর (news) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -