ময়ূখ ঠাকুর চক্রবর্তী, কলকাতা: কুখ্যাত জামতাড়া গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড় সাফল্য পেল কলকাতা পুলিশ। গোয়েন্দাদের জালে পাঁচ সাইবার প্রতারক। পেটিএমের কেওয়াইসি আপডেটের ফাঁদ পেতে কলকাতার এক ব্যবসায়ীর অ্যাকাউন্ট থেকে প্রায় তিন লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। ওই গ্যাংয়ের পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের অ্যান্টি ব্যাঙ্ক ফ্রড বিভাগের গোয়েন্দারা ৷ জোড়াবাগানে এক ব্যবসায়ী জামতাড়া গ্যাংয়ের ফাঁদে পড়েছিলেন বলে অভিযোগ ৷ আর তাতেই পেটিএম কেওয়াইসি আপডেটের ফাঁদে পড়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও টাকা !


গ্রাহকের অভিযোগ, তাঁকে ফোন করে পেটিএমের কর্মী পরিচয় দিয়ে কেওয়াইসির জন্য একটি নির্দিষ্ট অ্যাপ ডাউনলোড করতে বলা হয়। পরামর্শ অনুযায়ী, অ্যাপ ডাউনলোড করে কোড নম্বর বলার পরেই গ্রাহকের বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে ২ লক্ষ ৮২ হাজার ৯৭০ টাকা গায়েব হয়ে যায়। জোড়াবাগান থানায় অভিযোগ দায়ের হয়। তার ভিত্তিতে ঝাড়খণ্ডের জামতাড়া থেকে ৫ জনকে গ্রেফতার করেছে লালবাজারের গোয়েন্দা শাখার পুলিশ।



গোয়েন্দা সূত্রের খবর, ব্যবসায়ী প্রবীণ কুমার আগরওয়াল গত ৯ তারিখ অভিযোগ দায়ের করেন ৷ অভিযোগ, তাঁর ফোনে পেটিএম অ্যাপসে কেওয়াইসি আপডেট করতে বলা হয় ৷ এরপর হঠাৎই ওই ব্যবসায়ীর কাছে একটি অপরিচিত নম্বর থেকে ফোন আসে ৷ ফোনের ওপার থেকে পেটিএম অ্যাপের কর্মী বলে প্রতারক নিজেকে পরিচয় দেয় ৷ বলে, ওই অ্যাপে যদি কেওয়াইসি আপডেট না হয় তাহলে ব্লকড হয়ে যাবে অ্যাকাউন্ট ৷ সঙ্গে সঙ্গে কথার জালে ফাঁসেন ওই ব্যবসায়ী ৷ প্রতারকের কথায় বিশ্বাস করেন ব্যবসায়ী, ফোনে ডাউনলোড করেন ‘কুইক সাপোর্ট অ্যাপ ৷ যার মাধ্যমে সহজেই প্রতারক গ্যাং অপারেট করে ব্যবসায়ীর ফোন ৷ ব্যস কেল্লাফতে! চোখের নিমেষে প্রায় ২ লক্ষ ৮৩ হাজার টাকা গায়েব হয়ে যায় শ্যামবাজারে বেসরকারি ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে ৷ কারণ ওই অ্যাকাউন্টের নম্বরের সঙ্গে যোগ ছিল ফোন নম্বরটি ৷ পুলিশের কাছে গোটা বিষয়ে জানাবার পরই অ্যাকাউন্টের এক লক্ষ টাকা ব্লক করে দেয় পুলিশ ৷ এরপরই কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের ব্যাঙ্ক ফ্রড বিভাগের আধিকারিকরা তদন্তে নামেন ৷ জামতাড়া এলাকায় অভিযান চালিয়ে পার্শ্ববর্তী এলাকা থেকে পাঁচ জনকে গ্রেফতার করে গোয়েন্দারা ৷ ধৃতদের আদালতে পেশ করা হলে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷ ধৃতদের জেরা করে জানার চেষ্টা চলছে, এরকম কত জনকে তারা প্রতারণার শিকার করেছে ৷ এবং কোন কোন এলাকায় তারা অপারেশন চালিয়েছে ৷


আরও পড়ুন-মনীশ শুক্লা খুনে গ্রেফতার আরও ১, তামিলনাড়ুতে গ্রেফতার অন্যতম অভিযুক্ত অনীশ ঠাকুর


জামতাড়া গ্যাঙের আর কেউ এই ঘটনায় যুক্ত কিনা, তার খোঁজেও তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা ৷ বারবার কলকাতা পুলিশের তরফে সচেতনতামূলক প্রচার চালিয়েও অনলাইন ব্যাঙ্ক প্রতারণা যে এখনও রোখা সম্ভব হয়নি, তারই প্রমাণ এই ঘটনা ৷ শুধু পুলিশের করা পদক্ষেপই নয়, সাধারণ মানুষকেও আরও সচেতন হতে হবে ৷ তবেই অনলাইন ব্যাঙ্ক জালিয়াতির মতো ঘটনা রোখা সম্ভব হবে ৷