কলকাতা: লক ডাউন পরিস্থিতিতে কয়েকটি রুটে বাস চালাবে পরিবহণ দফতর।  জরুরি পরিষেবা চালু রাখার জন্যও ওই বাস পরিষেবা চালানো হবে বলে পরিবহণ দফতর সূত্রে খবর।


পড়ুন: ‘আরে ওতো কাছাকাছি না, দাও দাও আমি করে দিচ্ছি’, আধলা কেড়ে নিয়ে সুরক্ষা বলয় আঁকলেন মমতা নিজেই


যে সমস্ত রুটে বাস চালানো হবে -


রুট S-24, হাওড়া স্টেশন-কামালগাজি।


রুট C-37, এসপ্ল্যানেড-আমতলা।   


S-12 রুটে হাওড়া স্টেশন- নিউ টাউন।


রুট  S-9A, ডানলপ-বালিগঞ্জ। 


S-5 রুটে হাওড়া স্টেশন-গড়িয়া। 


C-8 রুটে জোকা -বারাসাত।


এক ঘণ্টা অন্তর বাস চলবে।  সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত।


পড়ুন: কীভাবে মাছি থেকেও ছড়াতে পারে সংক্রমণ, ভিডিও-বার্তায় বোঝালেন অমিতাভ, রিট্যুইট মোদির


পরিবহণ দফতরের কন্ট্রোল রুমের নম্বর হল  033-22361916 / 22360462 / 9432022147 / 8697733391 / 8697733392


যে কোনও সমস্যায় হোয়াটস অ্যাপ করা যাবে 98301 77000 নম্বরে।  সরকারি পরিবহণ ব্যবস্থা ছাড়াও উবের ও ওলা সীমিত সংখ্যক ক্যাব চালাচ্ছে জরুরি পরিষেবার জন্য।  ওলা ও উবেরের কন্ট্রোল রুমের নম্বর হল 9434315892 / 833 500 2133।