Sourav Ganguly Health LIVE Updates: 'রেডি টু ফ্লাই সুন', হাসপাতাল থেকে বেরিয়ে বললেন সৌরভ

Ganguly Health LIVE Updates, Latest Health Bulletin: ভাল আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সকাল ১১.৩০ মেডিক্যাল বোর্ডের বৈঠক।পরবর্তী অ্যাঞ্জিওপ্লাস্টি নিয়ে সিদ্ধান্ত আজ দেবী শেট্টি আসার পর। সৌরভকে ফোন করে খবর নিলেন মোদি।

ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ Last Updated: 07 Jan 2021 04:36 PM
উডল্যান্ডস থেকে ছাড়া পেলেন সৌরভ





উডল্যান্ডস কর্তৃপক্ষকে ধন্যবাদ। এতদিন যাঁরা তাঁর মঙ্গল কামনা করেছেন, এখানে থেকেছেন ধন্যবাদ তাঁদেরও। আই অ্যাম রেডি টু ফ্লাই সুন। বললেন সৌরভ।
আজ বাড়ি ফিরবেন সৌরভ





তাঁর গাড়ি নিয়ে আসা হয়েছে, এসেছে পাইলট কার। গতকাল আর একটা দিন হাসপাতালে থাকতে চেয়েছিলেন সৌরভ। আজ বাড়ি যেতে রাজি হয়েছেন তিনি। হাসপাতালে জারি হয়েছে কড়া নিরাপত্তা। অনুরাগীরা চলে এসেছেন প্ল্যকার্ড নিয়ে।
বৃহস্পতিবার সকালের খবর


সৌরভ বাড়ি ফিরতে চাইলে ছাড়া হবে, খবর হাসপাতাল সূত্রে





আজ উডল্যান্ডস থেকে ছুটি পাচ্ছেন সৌরভ। গতকালই তাঁকে ছেড়ে দেওয়ার কথা ছিল। কিন্তু আর একটা দিন হাসপাতালে থাকার ইচ্ছাপ্রকাশ করেন তিনি।
কাল ছাড়া হবে সৌরভকে





সৌরভ গঙ্গোপাধ্য়ায় ভাল আছেন। রাতে ঘুমিয়েছেন, সকালে উঠে ব্রেকফাস্ট করেছেন। কাল তাঁকে ছেড়ে দেওয়া হবে উডল্যান্ডস থেকে। মেডিক্যাল বুলেটিনে জানাল হাসপাতাল কর্তৃপক্ষ।
মঙ্গলবার সকালের খবর


হাসপাতালে এলেন ডোনা গঙ্গোপাধ্যায়





ভাল আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, রাতে ভাল ঘুম হয়েছে বোর্ড সভাপতির। শরীরের সমস্ত প্যারামিটার স্বাভাবিক রয়েছে। সকাল সাড়ে ৯টা নাগাদ উডল্যান্ডসে আসছেন চিকিৎসক দেবী শেঠি। সৌরভ গঙ্গোপাধ্যায়ের মেডিক্যাল রিপোর্ট খতিয়ে দেখার পর কথা বলবেন মেডিক্যাল বোর্ডের সঙ্গে। দেবী শেঠির পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসা পদ্ধতি স্থির করা হবে। দেবী শেঠি সৌরভ গঙ্গোপাধ্যায়ক দেখার পর, আজ না কাল কবে হাসপাতাল থেকে ছাড়া হবে সেই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ভালো আছেন সৌরভ, জানালেন ডোনা গঙ্গোপাধ্যায়। তবে কবে ছাড়া হবে তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। কাল দেবী শেঠি আসছেন। আগামীকাল বা পরশু তাঁকে ছাড়া হতে পারে।
সৌরভ গঙ্গোপাধ্যায়কে আগামীকাল অথবা পরশু হাসপাতাল থেকে ছাড়া হতে পারে। উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর, বিসিসিআই সভাপতির শারীরিক অবস্থা নিয়ে আজ বৈঠক করে ৯ সদস্যের মেডিক্যাল বোর্ড। ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেই বৈঠকে যোগ দেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ দেবী শেঠি ও রমাকান্ত পাণ্ডা। রমাকান্ত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের চিকিত্‍সা করেছিলেন। হাসপাতাল সূত্রে খবর, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আপাতত মহারাজের অ্যাঞ্জিওপ্লাস্টি করা হবে না। আগামীকাল কলকাতায় আসছেন দেবী শেঠি। তিনি সৌরভকে দেখার পরই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
কাল আসছেন দেবী শেট্টি, চূড়ান্ত সিদ্ধান্ত তারপর।
ভিডিও কনফারেন্সে পরামর্শ নেওয়া হয় রমাকান্ত পাণ্ডের। রমাকান্ত মনমোহন সিংহের শল্য চিকিত্সক
কাল হাসপাতাল থেকে ছাড়া হতে পারে সৌরভকে ।
জানালেন চিকিত্সক সরোজ মণ্ডল ।
বাকি দুটি ধমনীতে স্টেন্ট নিয়ে সিদ্ধান্ত পরে।
উডল্যান্ডস হাসপাতালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে এলেন অনুরাগ ঠাকুর। তিনি বিসিসিআই এর প্রাক্তন সভাপতি।
বিসিসিআই সভাপতির শরীরের অন্যান্য মাপকাঠি নিয়ন্ত্রণে। গতকাল রাতে তাঁকে ডিনারে দেওয়া হয় ভাত, ডাল, সব্জি এবং কাস্টার্ড। রাতে ভাল ঘুম হয়েছে মহারাজের।
সৌরভকে দেখতে এসে কলকাতায় পা রেখেই বহিরাগত ইস্যুতে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। ‘পশ্চিমবঙ্গ কি ভারতের বাইরে? কেন্দ্রীয় মন্ত্রীরা কলকাতায় কেন বহিরাগত হবেন? প্রশ্ন অনুরাগের।
আজ কলকাতায় এসেছেন বিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি অনুরাগ ঠাকুর। সৌরভকে দেখতে তিনি হাসপাতালে যাবেন। আসছেন অমিত শাহর পুত্র তথা বোর্ড সচিব জয় শাহ ।

প্রেক্ষাপট

কলকাতা: ভাল আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, রাতে ভাল ঘুম হয়েছে বোর্ড সভাপতির। শরীরের সমস্ত প্যারামিটার স্বাভাবিক রয়েছে।


আজ উডল্যান্ডস হাসপাতাল থেকে বাড়ি ফিরতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, গতকাল তাঁকে ডিসচার্জ সার্টিফিকেট দেওয়া হয়। মহারাজকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে হাসপাতালে পৌঁছে যান তাঁর স্ত্রী ও মেয়ে। কিন্তু আরও একটা দিন হাসপাতালে থাকার ইচ্চাপ্রকাশ করেন বিসিসিআই সভাপতি। আজ সকালে ফের একদফা তাঁকে পরীক্ষা করবেন চিকিত্‍সকরা। তারপর মহারাজের সঙ্গে কথা বলবেন তাঁরা। সৌরভ বাড়ি ফিরতে চাইলে আজ তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে। গত ২ জানুয়ারি মৃদু হৃদরোগে আক্রান্ত হয়ে বিসিসিআই সভাপতি উডল্যান্ডস হাসপাতালে ভর্তি হন।

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.