কলকাতা: পুজোর আকাশ মানে, সে তো সব জায়গাতেই পুজোর আকাশ। নীল আকাশে পেঁজা তুলোর মতো মেঘ সব জায়গাতেই মন ভাল করে দেয়। আর যাঁরা দেশের বাইরে থাকেন? কলকাতার বাইরে থেকেও যাঁদের মন পড়ে থাকে কলকাতায়, সেই সব মানুষদের পুজোর সময় যেন একটু বেশিই মনখারাপ থাকে। তবে তাঁরা সেই মনখারাপের রসদ খুঁজে নেন নিজেদের মতো করেই। কলকাতার বাইরে, দেশের বাইরে দূর্গাপুজোর সংখ্যা এখন নেহাৎ কম নয়। আর এর মধ্যেই একটি পুজো হল, ক্যালিফোর্নিয়ার বে এরিয়ার সিলিকন ভ্যালির পুজো। এখানকার আবাসিকরা প্রত্যেক বছর এখানে আয়োজন করেন দুর্গাপুজোর। সবাই মিলে, পুজো উদ্যোক্তা কমিটির নাম দিয়েছেন, 'প্রথমা'। এই পুজোয় যাবতীয় আয়োজনের পাশাপাশি, থাকে ভরপুর বাঙালিয়ানা।

Continues below advertisement

বিদেশের পুজো হলে কী হবে, এই পুজোয় থাকে ভরপুর বাঙালিয়ানা। বিদেশের পুজোর বৈশিষ্ট্য়ই থাকে, এখানে মণ্ডপে জড়ো হয়ে, প্রত্যেকটা দিন সবাই মিলে আনন্দ করেন। সারাদিনের জন্য থাকে এলাহি খাওয়া দাওয়ার আয়োজন। এই রীতি থেকে বাদ নয়, প্রথমা-র পুজোও। প্রত্যেকবারের মতো, এবারেও এখানে থাকছে, ভোগ, আরতি থেকে শুরু করে ধুনুচি নাচের যাবতীয় আয়োজন। পুজো উদ্যোক্তারা জানাচ্ছেন, ইলিশ, চিংড়ি থেকে শুরু করে পাঁঠার মাংস.. যাবতীয় এলাহি আয়োজন থাকবে পুজোর পাশাপাশি পেটপুজোর জন্যও। 

এবার মহালয়া শোনার জন্য ও একটি বিশেষ আয়োজন করেছিল 'প্রথমা'। মহালয়ার দিন, আয়োজন হয়েছিল একটি বিশেষ অনুষ্ঠানের। সেখানে পারফর্ম করেন একাধিক শিল্পীরা। পুজোর প্রত্যেকটা দিনই থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। প্রত্যেক বছর সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য একটি বিশেষ দল আসে। প্রত্যেক বছরের মতো, এই বছরও জাহাজে এসেছেন মা দুর্গা। 'প্রথমা'-র সদস্যদের নিয়েই তৈরি হয় একটি দল। ৩ মাস ধরে অনুশীলন চলে এই অনুষ্ঠানের। এবারেও হবে নৃত্যনাট্য। গত ৩ মাস ধরে অনুশীলন করছে এই দল, পুজোয় অনুষ্ঠান করবে বলে।

Continues below advertisement

প্রত্যেক বছর 'প্রথমা'-র সদস্যরা নিজেরাই মণ্ডপ বানান। এবারে তাঁদের থিম, বেলুড় মঠ। পুজোর আর মাত্র কয়েকটা দিনই বাকি, তাই জোরকদমে চলছে প্রস্তুতি। এবার বে এরিয়ার 'প্রথমা'-র পুজোয় পারফর্ম করতে চলেছে 'হুলিগানইজম'। অনির্বাণ ভট্টাচার্যের (Anirban Bhattacharya)-র এই গানের দল, ইতিমধ্যেই বেশ জনপ্রিয়। 'ভাইরাল' ও বলা চলে। এবার ক্যালিফোর্নিয়ার বে এরিয়ার সিলিকন ভ্যালির পুজো মাতাতে আসছে 'হুলিগানইজম'। সেটাই এবার এই পুজোর অন্যতম আকর্ষণ হতে চলেছে।