ঢাকা: ধর্ষণের ঘটনায় দোষীদের কঠোরতম সাজা দেওয়ার প্রস্তাব অনুমোদন পেল বাংলাদেশ মন্ত্রিসভায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদের পৌরহিত্যে মন্ত্রিসভার বৈঠকে ধর্ষণে অপরাধী সাব্যস্ত হওয়া লোকজনের মৃত্যুদণ্ডের প্রস্তাবে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক।
তিনি সাংবাদিকদের বলেন, প্রস্তাবিত আইনে যৌন নিগ্রহকারীদের সর্বোচ্চ শাস্তি হিসাবে মৃত্যুদণ্ডের কথা বলা হয়েছে। প্রস্তাবটি ক্যাবিনেটের ছাড়পত্র পাওয়ার পর দেশের প্রেসিডেন্ট আবদুল হামিদ শীঘ্রই ধর্ষণকারীদের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাবাস থেকে বাড়িয়ে মৃত্যুদণ্ড করার জন্য একটি অর্ডিন্যান্সে জারি করবেন। হক বলেন, তাঁরা ক্যাবিনেট বৈঠকে প্রস্তাব পেশ করেন যাতে যৌন নিগ্রহ মোকাবিলা সংক্রান্ত চলতি আইনে দ্রুত সংশোধন করা যায়।
সম্প্রতি বেশ কয়েকটি ধর্ষণ, যৌন নিগ্রহের ঘটনায় বাংলাদেশ প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে। অভূতপূর্ব জনরোষ আছড়ে পড়েছে দেশের রাস্তায় রাস্তায়। এই প্রেক্ষাপটেই সরকার আইন বদলে সাজা হিসাবে মৃত্যুদণ্ড চালুর সিদ্ধান্ত নিয়েছে বলে জানান হক।