হংকং : ভয়ঙ্কর ! সোমবার ভোরে হংকং বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে সমুদ্রে ছিটকে পড়ল একটি কার্গো বিমান। ঘটনায় দুইজন নিহত হয়েছেন। হংকং বিমান-বন্দর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, দুবাই থেকে আসা বিমানটি ভোর সাড়ে ৩ টে নাগাদ হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছিল। সেই সময়ই ঘটে দুর্ঘাটনাটি। Hong Kong Airport

Continues below advertisement

দুর্ঘটনার পর বিমানে থাকা চার ক্রু সদস্যকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, বিমানবন্দরে কর্মরত গাড়ির দুইজনের মৃত্যু হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার জেরে এশিয়ার অন্যতম ব্যস্ততম হংকং বিমানবন্দরের উত্তর রানওয়ে, যেখানে বিমানটি রানওয়ে থেকে ছিটকে পড়েছে তা বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও ওই বিমানবন্দরের অন্য দুটি রানওয়ে থেকে অপারেশন চলছে। 

বোয়িং ৭৪৭ মালবাহী বিমানটি তুর্কি বিমান পরিবহন সংস্থা AirACT-এর বিমান যা এমিরেটস স্কাইকার্গোর উড়ান। যার ফ্লাইট নম্বর EK9788। এটি আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়ে যাচ্ছিল। দুর্ঘটনার পর হংকংয়ের অসামরিক বিমান চলাচল বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে যে, তারা বিমান সংস্থা এবং দুর্ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য পক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।

Continues below advertisement

আগের দিনই ঘটেছিল চাঞ্চল্যকর একটি ঘটনা। মাঝ আকাশে বিমানে হঠাৎ বিস্ফোরণের শব্দ। সেই সঙ্গে ধরে যা আগুন। কী করে ঘটল এই ঘটনা ? যাত্রীর ব্যাগে রাখা পাওয়ার ব্যাঙ্কের লিথিয়াম ব্যাটারি ফেটেF এই বিপত্তি ঘটে। আর তাতেই হুলস্থুল কাণ্ড বেধে যায়। জরুরি পরিস্থিতিতে অবতরণ করানো হয় বিমানটিকে। বিমানের মধ্যে আগুনের সেই ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। চিনের হাংঝৌ থেকে দক্ষিণ কোরিয়ার সোল যাওয়ার পথে Air China-র বিমানে এই ঘটনা ঘটে। বিমানের মধ্যে ওভারহেড কেবিনে রাখা এক যাত্রীর ব্যাগে বিস্ফোরণ ঘটে এবং তা থেকে আগুন জ্বলে ওঠে। এমতাবস্থায় জরুরি ভিত্তিতে শাংহাই বিমানবন্দরে বিমানটিকে নামানো হয়। সাউথ চায়না মর্নিং পোস্ট জানায়, রবিবার সকাল ৯টা বেজে ৪৭ মিনিটে CA139 বিমানটি হাংঝৌ বিমানবন্দর থেকে ওড়ে। দুপুর ১২টা বেজে ২০ মিনিটে দক্ষিণ কোরিয়ার গন্তব্যে পৌঁছে যাওয়ার কথা ছিল সেটির। কিন্তু এক যাত্রীর ব্যাগে রাখা লিথিয়াম ব্যাটারি ফেটে যায় এবং তা থেকে আগুন ধরে যায়। ধোঁয়ায় ভরে যায় বিমানটি। তাতে ১১টা নাগাদ শাংহাইয়ের পুদং আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে হয়।