এতদিন পর্যন্ত বিশেষজ্ঞরা বলছিলেন, করোনাভাইরাস পশুদের আক্রমণ করে না। তবে এবার করোনায় আক্রান্ত হয়েছে একটি বিড়াল! বেলজিয়ামে। যদিও এমন ঘটনা বিরল, বিচ্ছিন্ন হিসাবে দেখা হচ্ছে। এক্ষেত্রে বিড়ালটি করোনাভাইরাসে আক্রান্ত মালিকের সংস্পর্শে এসেই তার শিকার হয়েছে।



এর আগে হংকং-এ ১৭টি কুকুর ও ৮টি বিড়ালের উপর করোনা পরীক্ষা করা হয়। কিন্তু তার মধ্যে মাত্র ২টি কুকুরকেই করোনা-পজিটিভ পাওয়া যায়। এই প্রতিটি কুকুর-বিড়ালই করোনা আক্রান্তের সংষ্পর্শে এসেছিল।
তবে বিশেষজ্ঞরা এখনও বলছেন, এদের থেকে অন্য পশু বা মানুষের মধ্যে সংক্রমণ হওয়ার সম্ভাবনা নেই। গৃহপালিত পোষ্যরা অন্য জন্তু-জানোয়ার বা মানুষের মধ্যে প্রাণঘাতী ভাইরাস সংক্রমণের বাহক হয়ে উঠতে পারে, এমন কোনও প্রমাণ নেই।
এই পরিস্থিতিতে পশুপ্রেমীরা কী করবেন?
বিশেষজ্ঞরা বলছেন:
- পোষ্যদের আপনার গা-হাত-পা চাটতে দেবেন না।
- খুব নৈকট্য বর্জন করুন।
- পোষ্যদের পরিষ্কার রাখুন।
- ওদের সংষ্পর্শে আসার পর ভাল করে নিজে পরিচ্ছন্ন হয়ে নিন।