প্রকাশ সিনহা, কলকাতা: পানীয় জলেও ভেজাল! যাঁদের দায়িত্ব ভেজাল রোখা, তাঁদের বিরুদ্ধেই অনিয়মের অভিযোগে এফআইআর দায়ের করল সিবিআই!নিম্নমানের বোতলবন্দি পানীয় জলকে ঘুষের বিনিময়ে ছাড়পত্র দেওয়ার অভিযোগে দুই বিজ্ঞানীর বিরুদ্ধে তদন্তে নামল সিবিআই।  ২০১৮-তে দুই বিজ্ঞানীই কলকাতার কাঁকুড়গাছিতে কেন্দ্রের ক্রেতা সুরক্ষা মন্ত্রকে কর্মরত ছিলেন।


সূত্রের খবর, ক্রেতা সুরক্ষা মন্ত্রকে কসবার একটি সংস্থা অভিযোগ করে, ২০১৮-তে পানীয় জলের নমুনায় ছাড়পত্র দেবেন বলে তাদের থেকে ঘুষ নেন দুই বিজ্ঞানী। ঘুষ নেওয়ার প্রমাণ হিসেবে ভিডিও জমা দেয় কসবার ওই সংস্থা। ক্রেতা সুরক্ষা মন্ত্রকের ভিজিল্যান্স বিভাগ প্রাথমিক অনুসন্ধানের পর সিবিআই তদন্তের সুপারিশ করে। সিবিআই সূত্রে জানানো হয়েছে,  ক্রেতা সুরক্ষা মন্ত্রকের ভিজিল্যান্স বিভাগ তদন্তের সুপারিশ করে।

তার ভিত্তিতে বিজ্ঞানী অনিল কুমার ও নিলয়বরণ চক্রবর্তীর নামে এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে। দুর্নীতি দমন আইন ও ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় রুজু হয়েছে মামলা।    যদিও, অভিযুক্ত দুই বিজ্ঞানীর কোনও প্রতিক্রিয়া মেলেনি।