সূত্রের খবর, ক্রেতা সুরক্ষা মন্ত্রকে কসবার একটি সংস্থা অভিযোগ করে, ২০১৮-তে পানীয় জলের নমুনায় ছাড়পত্র দেবেন বলে তাদের থেকে ঘুষ নেন দুই বিজ্ঞানী। ঘুষ নেওয়ার প্রমাণ হিসেবে ভিডিও জমা দেয় কসবার ওই সংস্থা। ক্রেতা সুরক্ষা মন্ত্রকের ভিজিল্যান্স বিভাগ প্রাথমিক অনুসন্ধানের পর সিবিআই তদন্তের সুপারিশ করে। সিবিআই সূত্রে জানানো হয়েছে, ক্রেতা সুরক্ষা মন্ত্রকের ভিজিল্যান্স বিভাগ তদন্তের সুপারিশ করে।
তার ভিত্তিতে বিজ্ঞানী অনিল কুমার ও নিলয়বরণ চক্রবর্তীর নামে এফআইআর দায়ের করে তদন্ত শুরু হয়েছে। দুর্নীতি দমন আইন ও ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় রুজু হয়েছে মামলা। যদিও, অভিযুক্ত দুই বিজ্ঞানীর কোনও প্রতিক্রিয়া মেলেনি।