কলকাতা: বাংলাদেশে গরু পাচারকাণ্ডে তদন্তে চাঞ্চল্যকর তথ্য। সিবিআই সূত্রে খবর, তদন্তে উঠে এসেছে যে, ‘গরু পাচারকারীদের সঙ্গে জেএমবি জঙ্গিদের যোগাযোগ রয়েছে। গরুর বিনিময়ে এপারে আসত আগ্নেয়াস্ত্র, টাকা, সোনা। সেই টাকা ও আগ্নেয়াস্ত্র পৌঁছত জেএমবি জঙ্গিদের কাছে।’
পশ্চিমবঙ্গ সহ দেশজুড়ে গরু পাচারকারীদের বিরুদ্ধে এদিন ম্যারাথন অভিযান চালায় সিবিআই। সূত্রের খবর, তদন্তে উঠে এসেছে একাধিক বিএসএফের অফিসারের নাম।
আজ রাজ্যের একাধিক জায়গায় অভিযান চালায় সিবিআই। সকাল থেকে অভিযান চলেছে রাজারহাট, সল্টলেক, তপসিয়ার পাশাপাশি, মুর্শিদাবাদের বহরমপুর, লালগোলা, শিলিগুড়িতে। গরু পাচারকারী এনামুল হকের বাড়িতে এবং বিভিন্ন অফিসে তল্লাশি চলছে।
সিবিআই সূত্রে খবর, তদন্তে উঠে এসেছে একাধিক বিএসএফ অফিসারের নাম। ওই বিএসএফ কমাডান্টের ছেলেকে নিজের অফিসে চাকরিতে নিয়োগ করে এনামুল, খবর সূত্রের। সল্টলেকে ওই বিএসএফ অফিসারের বাড়ি সিল করল সিবিআই।
এছাড়াও, এদিন পঞ্জাব, গাজিয়াবাদ রায়পুরেও চলছে গরু পাচারকারীদের বিরুদ্ধে সিবিআইয়ের অভিযান।