নয়াদিল্লি: করোনা আবহে বাতিল হয়ে গিয়েছে সিবিএসই দ্বাদশ এবং আইএসসি। সিবিএসই, আইএসসি ক্লাস টুয়েলভের পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে খুশি সুপ্রিম কোর্ট। সিবিএসই, আইএসসি-র বাতিল পরীক্ষার মূল্যায়ন কীভাবে হবে তা জানতে চাইল দেশের শীর্ষ আদালত। আজ, বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। এদিন শুনানিতে দুই বোর্ড মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে জানাতে আরও সময় চাইল। তার জেরে পিছিয়ে গেল শুনানি। সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি ২ সপ্তাহ পর।


করোনা আবহে বাতিল হয়ে গিয়েছে সিবিএসই-র দ্বাদশের পরীক্ষা। একই পথে হেঁটে দ্বাদশের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশেনর তথা সিআইএসসিই। আগেই দশমের পরীক্ষা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দুই বোর্ডের তরফে। কিন্তু তখন প্রাথমিকভাবে পিছিয়ে দেওয়া হয়েছিল দ্বাদশের পরীক্ষা। দেশের কোভিড পরিস্থিতি বিচার করে দ্বাদশের পরীক্ষাও বাতিল করারই সিদ্ধান্তই নেওয়া হয়  কেন্দ্রের তরফে।


গত ১৪ এপ্রিল সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা বাতিল ঘোষণা করে কেন্দ্র।  মে থেকে সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। শেষ হওয়ার কথা ছিল ১৪ জুন। এরপর ১৬ এপ্রিল কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, দশম শ্রেণির আইসিএসই পরীক্ষা এবার ঐচ্ছিক হবে। অন্যদিকে, সেই সময় বলা হয় দ্বাদশ শ্রেণির আইএসসি-র পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হবে জুন মাসের প্রথম সপ্তাহে। কিন্তু বাতিল হয়ে যায় দুই বোর্ডের দুই পরীক্ষাই। 


উল্লেখ্য, আইএসসি এবং সিবিএসই দ্বাদশের পরীক্ষা বাতিল নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামল করেন আইনজীবী মমতা শর্মা। ওই মামলায় তিনি বলেছেন কোভিড পরিস্থিতিতে আইএসসি এবং সিবিএসই দ্বাদশের পরীক্ষা বাতিল করে দেওয়া হোক। এর পাশাপাশি আইএসসি এবং সিবিএসই দ্বাদশের পরীক্ষার্থীদের অভিভাবকরাও আদালতের দ্বারস্থ হন। করোনা পরিস্থিতিতে পরীক্ষা বাতিলের আবেদন জানান তাঁরা। এর আগে গত ২৮ মে এবং ৩১ মে পিছিয়ে যায় শুনানি। সোমবারের শুনানিতে কেন্দ্রের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপাল চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য আরও দুদিন সময় চেয়ে নেন।


এরপরই চলতি সপ্তাহে প্রধানমন্ত্রীর পৌরহিত্যে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়। ওই বৈঠকের পর জানিয়ে দেওয়া হয়, এবারের সিবিএসই দ্বাদশের পরীক্ষা বাতিল করা হচ্ছে। নরেন্দ্র মোদি এই প্রসঙ্গে জানান, 'পড়ুয়া, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে যে উদ্বেগের পরিস্থিতি চলছে তা শেষ হওয়া প্রয়োজন। মানসিকভাবে এরকম কঠিন সময়ে পড়ুয়াদের পরীক্ষার বসার জন্য চাপ দেওয়া ঠিক নয়। প্রত্যেকেরই বিষয়টা সেভাবে দেখা উচিত।' মাঝে অবশ্য কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়ালের সঙ্গে বৈঠকে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের তরফেই অবস্থার উন্নতিতে দ্বাদশের পরীক্ষাগুলো করার পক্ষে সওয়াল করা হয়েছিল।


ওই বৈঠকের পর দ্বাদশের সিবিএসই পড়ুয়াদের মূল্যায়ন কীভাবে হবে তা নির্দিষ্ট সময়ের মধ্যে সংশ্লিষ্ট বোর্ডই ঠিক করবে বলে জানানো হয়েছে কেন্দ্রের তরফে। পাশাপাশি এটাও বলা হয়েছে, গত বছরের মতোই কোনও পড়ুয়া পরীক্ষা দিতে চাইলে সেক্ষেত্রে পরিস্থিতি স্বাভাবিক হলে তাদের জন্য পরীক্ষার ব্যবস্থা করবে সিবিএসই। আর এই ঘোষণার পরই আইএসসি পরীক্ষা বাতিল বলে ঘোষণা করে সংশ্লিষ্ট বোর্ড। কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন জানায়, নম্বর বিভাজন ইত্যাদি পদ্ধতির দিকটি স্থির হবে তা দ্রুতই ঘোষণা করা হবে।