নয়াদিল্লি: কাল বার হতে চলেছে সিবিএসই-র দশম শ্রেণির ফল। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক টুইট করে এ কথা জানিয়েছেন।

সিবিএসই-কে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, ১৫ জুলাইয়ের মধ্যে পরীক্ষার ফল বার করতে। গতকাল দ্বাদশ শ্রেণির ফল বেরিয়েছে, নিশঙ্ক জানিয়েছেন, কালই বেরিয়ে যাবে দশম শ্রেণির ফল। রেজাল্ট জানতে চোখ রাখতে হবে সরকারি ওয়েবসাইট cbse.nic.in বা cbseresults.nic.in-এ।

এবার দেখে নিন কীভাবে জানবেন পরীক্ষার ফল

  • www.cbseresults.nic.in- সাইটে যান।

  • যেখানে লেখা সিনিয়র স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন (ক্লাস-XII) ২০২০, সেখানে ক্লিক করুন।

  • নতুন পেজে চলে যাবেন।

  • এরপর অ্যাডমিট কার্ডে থাকা রোল নম্বর, স্কুল নম্বর, সেন্টার নম্বর, অ্যাডমিট কার্ড আইডি ইত্যাদি জমা দিন।

  • পর্দায় দেখা যাবে আপনার নম্বর।

  • এবার ডাউনলোড করে প্রিন্ট নিতে পারেন।


এছাড়া ইন্টারাক্টিভ ভয়েস রেসপন্স সিস্টেম বা আইভিআরএস-এর মাধ্যমে ছাত্রছাত্রীরা পরীক্ষার ফল জানতে পারবেন। পরীক্ষার ফল প্রকাশের দিন এই টেলিফোন নম্বরগুলি প্রকাশ করে এনআইসি।

পাশাপাশি কয়েকটি অ্যাপের মাধ্যমেও ফল জানতে পারবেন পড়ুয়ারা

ডিজিলকার অ্যাপ- সিবিএসই-তে রেজিস্টার্ড মোবাইল নাম্বারে প্রাপ্ত নম্বর এসএমএস করা হয় এই অ্যাপে।

উমাঙ্গ অ্যাপ- অ্যান্ড্রয়েড, আইওএস ও উইন্ডো বেসড স্মার্টফোনে এই অ্যাপ পাওয়া যাবে।

ডিজিরেজাল্টস অ্যাপ- ডিজিরেজাল্টস ডাউনলোড করা যাবে গুগল প্লে স্টোর থেকে।