ফের পিছিয়ে গেল আইসিএসই-সিবিএসই দ্বাদশের পরীক্ষা নিয়ে শুনানি

আগামী ৩ জুন পর্যন্ত পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে নির্ধারিত শুনানি।

Continues below advertisement

নয়াদিল্লি: ফের পিছিয়ে গেল আইসিএসই-সিবিএসই দ্বাদশের পরীক্ষা নিয়ে শুনানি। আগামী ৩ জুন পর্যন্ত পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে নির্ধারিত শুনানি। উভয় বোর্ডেরই পরীক্ষা স্থগিতের আবেদনে শুনানি হবে।

Continues below advertisement

এদিন কেন্দ্র আদালতে জানায়, সিবিএসই এবং সিআইএসসিই দ্বাদশ শ্রেণীর পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আর দুদিনের মধ্যে জানিয়ে দেবে সংশ্লিষ্ট দুই বোর্ড। বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কাছে সময় চেয়ে নিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেল কে কে ভেনুগোপাল সুপ্রিম কোর্টে বলেন, বৃহস্পতিবারের আগে এই সংক্রান্ত মামলায় সিদ্ধান্ত নেওয়া হবে। 

আইসিএসই এবং সিবিএসই দ্বাদশের পরীক্ষা বাতিল নিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামল করেন আইনজীবী মমতা শর্মা। ওই মামলায় তিনি বলেছেন কোভিড পরিস্থিতিতে আইসিএসই এবং সিবিএসই দ্বাদশের পরীক্ষা বাতিল করে দেওয়া হোক। এর পাশাপাশি আইএসসি এবং সিবিএসই দ্বাদশের পরীক্ষার্থীদের অভিভাবকরাও আদালতের দ্বারস্থ হন। করোনা পরিস্থিতিতে পরীক্ষা বাতিলের আবেদন জানান তাঁরা। এর আগে গত ২৮ মে পিছিয়ে যায় শুনানি।

উল্লেখ্য, গত ১৪ এপ্রিল সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা বাতিল ঘোষণা করে কেন্দ্র।  মে থেকে সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। শেষ হওয়ার কথা ছিল ১৪ জুন। এরপর ১৬ এপ্রিল কাউন্সিল ফর দ্য ইন্ডিয়ান স্কুল সার্টিফিকেট এক্সামিনেশনের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল, দশম শ্রেণির আইসিএসই পরীক্ষা এবার ঐচ্ছিক হবে। অন্যদিকে, দ্বাদশ শ্রেণির আইএসসি-র পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হবে জুন মাসের প্রথম সপ্তাহে। কিন্তু চারদিন পর দশম শ্রেণির পরীক্ষা একেবারে বাতিল ঘোষণা করা হয়। 

করোনা পরিস্থিতিতে স্থগিত এ রাজ্যের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক। উচ্চমাধ্যমিক স্তরের পরীক্ষা স্থগিত ১৫টি রাজ্যে। এমনিতেই দেশের করোনা পরিস্থিতি ভয়ঙ্কর। দ্বিতীয় ঢেউয়ের ধাক্কা সামাল দিয়ে ওঠার আগেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা তৈরি হয়েছে। যেভাবে এখন কম বয়সীরা আক্রান্ত হচ্ছে, তাতে দেশজুড়ে বোর্ড পরীক্ষার পাশাপাশি বিভিন্ন প্রবেশিকার ভবিষ্যত্‍ নিয়েও উদ্বিগ্ন দেশের কোটি কোটি পড়ুয়া।  এই আবহে দ্বাদশের পরীক্ষা বাতিলের আর্জি জানিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছেন আইনজীবী থেকে অভিভাবকরা।

Continues below advertisement
Sponsored Links by Taboola