কলকাতা: কোনও অবস্থাতেই ইদের আগে লকডাউন প্রত্যাহার না করার অনুরোধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়কে করলেন রাজ্য ইমামদের সংগঠন।


শনিবার মুখ্যমন্ত্রীকে লেখা একটি চিঠিতে সংগঠনের চেয়ারম্যান মহম্মদ ইহাইয়া বলেন, কেন্দ্রীয় সরকার ১৭ তারিখ পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে। আমাদের রাজ্যে তা ইতিমধ্যেই ২১ তারিখ পর্যন্ত কার্যকর। ইদের কারণে, সরকার সেই নিষেধাজ্ঞা শিথিল করার কথা হয়ত ভাবনাচিন্তা চালাচ্ছে। কিন্তু, আমরা পশ্চিমবঙ্গ সরকারকে অনুরোধ করছি, আরও কিছুদিন লকডাউন বাড়াতে। আগে মানুষ বাঁচুক। উৎসব পরেও চলতে পারে।


আগামী ২৫ তারিখ ইদ পালিত হওয়ার কথা। ইহাইয়ার মতে, লকডাউন অন্তত ৩০ মে পর্যন্ত চলা উচিত। তিনি যোগ করেন, রাজ্য সরকারের উচিত এই বিষয়টি কেন্দ্রের সামনেও উত্থাপন করা। মুসলিম নেতৃত্ব এক্ষেত্রে সরকারের পাশে দাঁড়াবে।


এই প্রেক্ষিতে এখনও পর্যন্ত রাজ্য সরকার বা শাসক তৃণমূল কংগ্রেসের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। দলের এক শীর্ষ নেতা বলেন, সবদিক বিচার করে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নেবেন।


এর আগে, গত ২৬ এপ্রিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মানুষের কাছে আহ্বান করেছিলেন,পবিত্র রমজান মাসে প্রার্থনা করতে যাতে ইদের আগে করোনাভাইরাসের থেকে মুক্তি মেলে।